ABP Ananda LIVE: প্রধানমন্ত্রীর (Narendra Modi)সঙ্গে পৃথক সাক্ষাতের জন্য সময় চাইল মুখ্যমন্ত্রীর সচিবালয়: সূত্র । শনিবার নীতি আয়োগের বৈঠক, দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী । বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, শুক্রবার সংসদীয় দলের বৈঠক। বৈঠক হলে রাজ্যের পাওনা নিয়ে মোদির কাছে দরবার করবেন মমতা: সূত্র । সুযোগ পেলে নীতি আয়োগের বৈঠকে বক্তব্য রাখবেন, জানালেন মুখ্যমন্ত্রী(Mamata Banerje)।

অপরিবর্তিত রইল পুরনো কাঠামোর আয়কর। ‘সময়ে TDS না দিলে অপরাধ নয়’। ক্যাপিটাল গেনে ছাড় ১ লক্ষ থেকে বেড়ে ১.২৫ লক্ষ। বাজেটে ই-কমার্সের উপর TDS কমানোর ঘোষণা । আয়কর কাঠামোর আরও সরলীকরণের আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।দীর্ঘমেয়াদি ক্যাপিটাল গেনে ১৫% থেকে কমে ১২.৫% ছাড় স্বল্প মেয়াদি ক্যাপিটাল গেনে ২০% ছাড় । নতুন আয়কর কাঠামো: স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বেড়ে ৭৫ হাজার টাকা। নতুন আয়কর কাঠামোয় ১৭ হাজার ৫০০ টাকা লাভ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী । নতুন কাঠামোয়  ৩ লক্ষের কম আয়ে কোনও কর নয়, বলে বার্তা। তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেটে শরিকদের ঢালাও বরাদ্দ। অন্ধ্রপ্রদেশ, বিহারের জন্য বাজেটে বিশেষ প্যাকেজ। অন্ধ্রপ্রদেশের জন্য ১৫ হাজার কোটির বিশেষ প্যাকেজ । বিহারে হাইওয়ের জন্য ২৬ হাজার কোটি বরাদ্দ । বিহারে ২১ হাজার কোটির তাপ বিদ্যুৎ কেন্দ্র ।বিহারে নতুন বিমানবন্দর, মেডিক্যাল কলেজের ঘোষণা । বাজেটে বিহারে পাটনা-পূর্ণিয়া এক্সপ্রেসওয়ের ঘোষণা । অন্ধ্রপ্রদেশের গ্রামোন্নয়নে বরাদ্দ ২.৬৬ লক্ষ কোটি বরাদ্দ বাজেটে বাংলা, বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশে বিশেষ নজর । বাজেটে বাংলার প্রাপ্তি: কলকাতা-অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডর। বন্যা নিয়ন্ত্রণে অরুণাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিমের জন্য বিশেষ বরাদ্দ। বন্যা, খরা নিয়ন্ত্রণে বিহারকে ১১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ । ‘বিহারে ৪টি এক্সপ্রেসওয়ে ও ব্রিজ তৈরিতে ২৬ কোটি টাকা বরাদ্দ’। বন্যা নিয়ন্ত্রণে ঢালাও বরাদ্দ বিহারের, বাংলার প্রাপ্তি শূন্য । কেন্দ্রীয় বাজেটে বিহারের পর্যটনেও বিশেষ নজর  ১০০ দিনের কাজে বরাদ্দ বাড়ল ২৬ হাজার কোটি টাকা। ৬০ হাজার কোটি থেকে বরাদ্দ বেড়ে ৮৬ হাজার কোটি টাকা।



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *