# Tags
#Blog

Allu Arjun: অল্লুর মাস্টারস্ট্রোক! ‘পুষ্পা ২’ স্ক্রিনিংয়ে পদপিষ্টের ঘটনায় চাঞ্চল্যকর আপডেট…

Allu Arjun: অল্লুর মাস্টারস্ট্রোক! ‘পুষ্পা ২’ স্ক্রিনিংয়ে পদপিষ্টের ঘটনায় চাঞ্চল্যকর আপডেট…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘পুষ্পা ঝুকেগা নেহি’! পদপিষ্টের ঘটনায় সুপারস্টার অল্লুর মাস্টারস্ট্রোক। পদপিষ্টে নিহত মহিলার পরিবারকে আশ্বস্ত করতে অভিনেতার চতুর ভাবনা। জানা গিয়েছে, অল্লু ২ কোটি টাকা দিয়ে শ্রী তেজা ট্রাস্ট স্থাপনের পরিকল্পনা করছেন। এই ট্রাস্টের জন্য ১ কোটি নিজে দেবেন অল্লু। বাকি ৫০ লাখ পরিচালক সুকুমার এবং আর বাকি ৫০ লাখ মিথ্রি মুভিজ দান করবেন।

এই ট্রাস্টের মূলধন থেকে উৎপন্ন সুদের অর্থ উন্নত চিকিৎসা ও শিক্ষাগত প্রয়োজনে ব্যবহার করার ধারণা। শ্রী তেজের বাবা এবং চলচ্চিত্র শিল্পের নেতারা ট্রাস্টের সদস্য হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রয়োজনে ট্রাস্টের জন্য আরও অর্থ সংগ্রহের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, এই সিদ্ধান্তের কারণ হল ভিকটিমের পরিবারকে সারাজীবন সমর্থন করা। যদিও পুষ্পা টিম এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কোথাও কোনও তথ্য ঘোষণা করেনি। আইনি জটিলতা মিটলে অল্লু অর্জুন নিজেই ঘোষণা করবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:Ranveer Singh-Deepika Padukone Daughter: রণলিয়ার পথেই হাঁটলেন দীপবীর! ক্যামেরায় প্রথম মুখ দেখালেন সন্তানের…

প্রসঙ্গত, এই ঘটনায় ফের জেলে যাওয়ার আশঙ্কায় দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন। জানা গিয়েছে, হায়দরাবাদ পুলিস অভিনেতা অন্তর্বতী জামিনের বিরুদ্ধে মঙ্গলবার আদালতে আবেদন করতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, অল্লু একটি প্রেস কনফারেন্স করার পরে এবং হাইকোর্টের নির্দেশিকা লঙ্ঘন করার অভিযোগে এটি আসে। পুলিস আদালতে তাদের দাবির সমর্থনে ভিডিয়ো প্রমাণ উপস্থাপন করবে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal