NOW READING:
ইডেনে হচ্ছে না কেকেআরের বিজয়োৎসব, জানিয়ে দিল শাহরুখের দল, কিন্তু কেন?
July 18, 2024

ইডেনে হচ্ছে না কেকেআরের বিজয়োৎসব, জানিয়ে দিল শাহরুখের দল, কিন্তু কেন?

ইডেনে হচ্ছে না কেকেআরের বিজয়োৎসব, জানিয়ে দিল শাহরুখের দল, কিন্তু কেন?
Listen to this article


কলকাতা: চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএল (IPL 2024) জয়ের পর দেখতে দেখতে প্রায় ২ মাস অতিবাহিত হতে চলেছে। তবে আগের দুবারের মতো কলকাতায় ট্রফি নিয়ে সেলিব্রেশন করা হয়নি কলকাতা নাইট রাইডার্সের (KKR)। সেই সময় লোকসভা নির্বাচন চলছিল। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আপত্তিতে কলকাতায় বিজয়োৎসবের পরিকল্পনা বাতিল করতে হয়েছিল নাইট শিবিরকে। যে খবর একমাত্র জানিয়েছিল এবিপি আনন্দই।

তবে পরে সিএবি (CAB) থেকে দাবি করা হয় যে, শাহরুখ খান-জুহি চাওলার দল থেকে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থাকে জানানো হয়েছে যে, ২৩ জুলাই, মঙ্গলবার ইডেনে একটি সেলিব্রেশন করা হবে। সেই বিজয়োৎসবে শাহরুখ খান থাকতে পারেন বলেও জানানো হয়েছিল সিএবি থেকে। তবে গৌতম গম্ভীর থাকবেন কি না, নিশ্চয়তা ছিল না। কারণ, তিনি এখন আর কেকেআরের মেন্টর নন, আরও বড় দায়িত্বে। ভারতীয় দলের কোচ হয়েছেন গম্ভীর। তাই পুরনো ফ্র্যাঞ্চাইজি দলের আইপিএল জয়ের উদযাপনে গৌতি থাকবেন কি না, তা নিয়ে প্রশ্ন ছিলই।

তবে সব জল্পনায় জল ঢালল কেকেআর। তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা জানিয়ে দিল, কোনও সেলিব্রেশন হচ্ছে না কলকাতায়। কিন্তু কেন?

কেকেআর শিবিরে খোঁজ নিয়ে উঠে এল একাধিক তথ্য। যার মধ্যে অন্যতম, নতুন করে দলের সকল ক্রিকেটারকে হাজির করানোটা শুধু বিরাট খরচসাপেক্ষই নয়, এই মুহূর্তে দুষ্করও। ভারতীয় ক্রিকেটারদের মধ্যেও শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিংহ ও হর্ষিত রানা শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে রয়েছেন। গম্ভীর জাতীয় দলের কোচ। বাকি ক্রিকেটারদের প্রায় সকলেই কোনও না কোনও সিরিজ খেলছেন বা সেই সময়ে খেলবেন। সবচেয়ে বড় কথা, শাহরুখ নিজেই হয়তো থাকতে পারবেন না। আর কে না জানে, এই কেকেআরের সবচেয়ে বড় ইউএসপি মালিক কিংগ খানই।

তবে শোনা গেল আরও কয়েকটি কারণ। যেমন, ভারত টি-২০ বিশ্বকাপ জেতার পর মুম্বইয়ে উৎসবের যে ছবি দেখা গিয়েছিল, তারপর কলকাতায় আইপিএল চ্যাম্পিয়নদের ঘিরে খুব একটা সাড়া পড়তে নাও পারে। তার ওপর ২ মাস আগের এক সাফল্যের উদযাপনের জন্য কলকাতার ক্রিকেটপ্রেমীদের মধ্যে কতটা স্বতঃস্ফূর্ততা দেখা যাবে, তা নিয়েও রীতিমতো ধন্দ রয়েছে।

তাই আর উদযাপনের রাস্তায় হাঁটছে না কেকেআর। বৃহস্পতিবার কেকেআরের তরফে এবিপি আনন্দকে জানিয়ে দেওয়া হল, এখন আর কোনও সেলিব্রেশন হচ্ছে না।

তাি ইডেনে দাঁড়িয়ে গম্ভীরের বিদায়ী বার্তাই একমাত্র সম্পদ নাইট ভক্তদের।

আরও পড়ুন: মায়ের গয়না বন্ধক রেখে আন্তর্জাতিক মঞ্চে ৩ পদক! অর্থাভাবে সোনার মেয়ের শ্রীলঙ্কা সফর অনিশ্চিত

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন



Source link