NOW READING:
Migrant maid Raped: মার্কিন মালিকের লাগাতার লালসার শিকার ভারতীয় গৃহকর্মী, সেই অসহ্য কষ্ট বলতে গিয়ে কোর্টেই…
March 11, 2025

Migrant maid Raped: মার্কিন মালিকের লাগাতার লালসার শিকার ভারতীয় গৃহকর্মী, সেই অসহ্য কষ্ট বলতে গিয়ে কোর্টেই…

Migrant maid Raped: মার্কিন মালিকের লাগাতার লালসার শিকার ভারতীয় গৃহকর্মী, সেই অসহ্য কষ্ট বলতে গিয়ে কোর্টেই…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: লাগাতার বাড়ির পরিচারিকাকে ধর্ষন করেছেন মালিক। আর সেই অভিজ্ঞতা ভরা আদালতে পড়ার সময়ই জ্ঞান হারালেন নির্যাতিতা। ঘটনাটি ঘটেছে নিউইয়র্কে। শুধু ধর্ষণ নয়,  ধর্ষণকারীও তাকে তার বিশেষ চাহিদা সম্পন্ন মেয়ের নগ্ন ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করত। যা তার প্রতিদিনের ভয়ংকর ট্রমাকে আরও বাড়িয়ে দেয়। এরপরই আদালতে চিঠি দেন নির্যাতিতা মহিলা। 

আরও পড়ুন, Bangladesh: মুখ-সহ সারা শরীরে… বদলের বাংলাদেশে ভয়ংকর ছবি, ঢাকার কলেজের ভাইস প্রিন্সিপাল খুন!

সেখানেই তিনি বর্ণনা দিয়েছেন, কীভাবে অভিযুক্ত জোস এস্পিনোজা তাকে হেনস্থা করেছে, কষ্ট দিয়েছে। ম্যানহাটন সুপ্রিম কোর্টের এক প্রোসিকিউটর সেটি ভরা আদালতে পড়ছিলেন। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

আরও পড়ুন, Bangladesh: বেহাল বদলের বাংলাদেশ, দামি গোরুর বদলে পাতে পড়ছে ২৫০ টাকার ঘোড়া

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link