কলকাতা: স্তব্ধ স্টুডিওপাড়া (Studio)। ফাঁকা সমস্ত ফ্লোর (Shooting Floor)। টালিগঞ্জে কার্যত ক্যামেরা বন্ধ। পরিচালক ও টেকনিশিয়ানদের মধ্যে তুঙ্গে সংঘাত। সোমবারও কাটল না জট। এখনও কর্মবিরতির সিদ্ধান্তে অনড় রইলেন পরিচালকরা। আগামীকালও কাজ করবেন না পরিচালকরা, বহাল থাকবে কর্মবিরতির (Shooting Strike) সিদ্ধান্ত। সাংবাদিক বৈঠকে স্পষ্ট করলেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), অরিন্দম শীল (Arindam Sil), রাজ চক্রবর্তী (Raj Chakraborty), অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), অঞ্জন দত্ত (Anjan Dutt), ইন্দ্রনীল রায়চৌধুরীর (Indranil Roy Chowdhury) মতো পরিচালকেরা।
বহাল থাকবে পরিচালকদের কর্মবিরতির সিদ্ধান্ত
এদিন সাংবাদিক বৈঠক করা হয় পরিচালকদের তরফে। প্রায় ৪০০ পরিচালকের পক্ষে একে একে বক্তব্য রাখেন কৌশিক গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল চৌধুরী, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ। এদিন কৌশিক বলেন, ‘এই যে ডিভাইড অ্যান্ড রুল, এটা খুবই অনভিপ্রেত। এই বিভাজনটা দয়া করে করবেন না। টেকনিশিয়নদের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক, আমরা পরিবারের মতো। এখানে ‘আমাদের পেটে লাথি মারা’র মতো মন্তব্য চাই না। এগুলোকে প্রশ্রয় দেবেন না। আপনারা জানেন কত কাজ আগে আসত। আমরা বাইরে গেলে আমাদের বলেন, ‘এখানে অনেক ঝামেলা’। এখানে নানা ধরনের আইনের জন্য তাঁরা আসেন না। কোনটা আইন, কোনটা বলবৎ করা যায় সেটা আলোচনা করার সময় এসেছে। রাহুলের ঘটনাটা আমাদের উস্কে দিয়েছে। আমরা চাই আইনের একটা মানচিত্র তৈরি হোক, নয়তো এই ইন্ডাস্ট্রিকে বাঁচানো যাবে না।’
পরিচালকদের দাবি, ‘কাউকে কাজে আসতে বারণ করা হয়নি, পরিচালকরা কর্মবিরতি করছেন।’ তবে কালও কর্মবিরতি বহাল থাকবে, জানালেন পরিচালকরা। ‘বয়কট’ বিতর্কে ফেডারেশনের ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন তোলেন পরিচালকেরা। ‘একতরফাভাবে আইন তৈরি করছে ফেডারেশন। এই সব আইনের জেরে সবার কাজের অসুবিধা হচ্ছে। একপেশে আইনের জন্য কাজের পরিবেশ নষ্ট হচ্ছে। কতজন লোক নিয়ে কাজ করব, সেটা বাইরের লোক ঠিক করে দেবে? টলিপাড়ার আইন খতিয়ে দেখতে কোনও তৃতীয় পক্ষ থাকুক। সিনেমার লোক, আইন বোঝেন, এমন কাউকে যুক্ত করা হোক। টেকনিশিয়ানদের সঙ্গে পরিচালকদের কোনও সংঘাত নেই। অচলাবস্থার জেরে সবপক্ষেরই ক্ষতি হচ্ছে। নিয়মের বেড়াজালে কাজ করা কঠিন হয়ে যাচ্ছে’, মন্তব্য পরিচালকদের।
আরও পড়ুন: Rituparna Sengupta: ‘সমস্যা হয়েছে, তার মানে এটা নয় যে যার জেদে অনড় থাকবে’ বলছেন ঋতুপর্ণা
টালিগঞ্জের জট কাটল না দুই গিল্ডের পৃথক বৈঠকেও। বন্ধ যাবতীয় শ্যুটিং, ফাঁকা সটুডিও। সিরিয়ালে রিপিট টেলিকাস্টের আশঙ্কা। ‘পরিচালকদের কর্মবিরতি অনভিপ্রেত।
কিছু মুষ্টিমেয় পরিচালক ইন্ডাস্ট্রি স্তব্ধ করে দিয়েছেন। পরিকল্পিতভাবে ইন্ডাস্ট্রিকে স্তব্ধ করে দেওয়া হয়েছে’, এদিন দাবি ফেডারেশনের। ‘অচলাবস্থা কাটুক, যত দ্রুত সম্ভব কাজ শুরু হোক’, বিবৃতি ইস্টার্ন ইন্ডিয়া মোশান পিকচার অ্যাসোসিয়েশনের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন