NOW READING:
বঞ্চনার অভিযোগে সরব কল্যাণ, পাল্টা গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী
March 11, 2025

বঞ্চনার অভিযোগে সরব কল্যাণ, পাল্টা গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী

বঞ্চনার অভিযোগে সরব কল্যাণ, পাল্টা গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী
Listen to this article



<p>ABP Ananda Live: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সংসদেও সংঘাত! বঞ্চনার অভিযোগে সরব কল্যাণ, পাল্টা গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী। ‘কেন্দ্রীয় প্রকল্পের টাকা থেকে এখনও অনেক মানুষ বঞ্চিত’। কেন্দ্রকে নিশানা করে তীব্র আক্রমণে তৃণমূল সাংসদ, ‘বারবার একই ধরনের কথা শুনে আসছি’। ‘আপনি ৫ বারের সাংসদ, সংসদে দাঁড়িয়ে এই ধরনের আচরণ ঠিক নয়’। ‘কেন্দ্রের অনেক প্রকল্পের নাম বদলে দিয়েছে বাংলার সরকার’। ‘অনেক প্রকল্পের রিপোর্ট কার্ডে সঠিক তথ্য দেয়নি তৃণমূল সরকার’। পাল্টা কল্যাণকে আক্রমণে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসোয়ান।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><strong>পাকিস্তানে যাত্রী সমেত ট্রেন হাইজ্যাক, বিস্ফোরণ ঘটানোর হুমকি, নিহত ৬ পাক সৈনিক&nbsp;</strong></p>
<p>&nbsp;</p>
<p>পাকিস্তানের বালুচিস্তান সীমানায় হাইজ্যাক করা হল ট্রেন। ৫০০ যাত্রী-সহ পাকিস্তানে ট্রেন ছিনতাই করল দেশের বিচ্ছিন্নতাকামী সংগঠন Baloch Liberation Army. পাক সরকার যদিও ওই সংগঠনকে জঙ্গি সংগঠন হিসেবেই গণ্য করে। ৫০০-র মধ্যে শতাধিক যাত্রীকে BLA পণবন্দি করেছে বলে খবর। পণবন্দি হওয়া যাত্রীদের মধ্যে পাক সেনা-সহ সাধারণ মানুষ রয়েছেন বলে জানা যাচ্ছে।</p>



Source link