NOW READING:
অভিষেকের হয়ে মুখ খুলছেন একের পর এক তৃণমূল নেতা
November 12, 2024

অভিষেকের হয়ে মুখ খুলছেন একের পর এক তৃণমূল নেতা

অভিষেকের হয়ে মুখ খুলছেন একের পর এক তৃণমূল নেতা
Listen to this article



<p>ABP Ananda Live: তৃণমূলের অন্দর থেকে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে সরাসরি উপমুখ্য়মন্ত্রী করার দাবিটা একদিনে, হঠাৎ করে উঠল এমনটা নয়। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, আর জি কর কাণ্ডের পর, অভিষেক যখন চোখের চিকিৎসার জন্য় বিদেশ যান, এর ক্ষেত্রটা তখন থেকেই তৈরি হচ্ছিল। একাধিক নেতার ইঙ্গিতপূর্ণ পোস্ট থেকে মন্তব্য়, জল্পনাটা তৈরি হয়েছিল তখন থেকেই। তবে অভিষেক প্রশ্নে তৃণমূলের অন্দরে কিছুটা ভিন্নসুরও রয়েছে, যেমনটা সাম্প্রতিককালে শোনা গিয়েছে মদন মিত্র, কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের গলায়।</p>
<p>&nbsp;</p>
<p>আরও খবর, ৩ মেয়ের বিবাহের জন্য আনন্দবাজার পত্রিকার পাত্র-পাত্রী চাই বিভাগে বিজ্ঞাপন। বিজ্ঞাপন দিলেন জাদুকর পি সি সরকার জুনিয়র। ৩ মেয়ের বিবাহের জন্য গতকাল আনন্দবাজার পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন জাদুকর পি সি সরকার জুনিয়র। মানেকা, মুমতাজ, মৌবনীর নাম দিয়ে আনন্দবাজার পত্রিকার পাত্র-পাত্রী চাই বিভাগে বিজ্ঞাপন। ‘৩৮ থেকে ৪৫ বছর বয়সী পাত্র চাই, দীর্ঘকায় ও সুশ্রী হতে হবে’, উল্লেখ বিজ্ঞাপনে। ‘অস্বাভাবিকত্ব দেখছি না, সবার বাবা-মা করে থাকেন’, প্রতিক্রিয়া জাদুকর পি সি সরকার জুনিয়রের। ৩ মেয়ের সম্মতি রয়েছে, জানালেন জাদুকর পি সি সরকার জুনিয়র।&nbsp;</p>



Source link