কলকাতা: তারকাদের ব্য়ক্তিগত জীবন নিয়ে চর্চার কখনওই অন্ত থাকে না। সোশ্যাল মিডিয়ার যুগে যা বিশালাকার ধারণ করেছে। কোনও অভিনেতা বা অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেমন নিজেদের কাজের কথা অনেক সহজেই দর্শকের কাছে পৌঁছে দিতে পারেন, তেমনই কখনও কখনও এই প্ল্যাটফর্মগুলিই তাঁদের প্রেমের সম্পর্ক, বিবাহিত জীবন নিয়ে এমন কাটাছেঁড়া করে যে তা রীতিমতো বিড়ম্বনায় ফেলে তাঁদের (Social Media Trolling)। যেমন অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu), অন্তত তাঁর পোস্টে তেমনই উল্লেখ। তবে আর চুপ করে থাকবেন না তিনি, ‘আইনি পথে হাঁটা’র (Legal Step) হুঁশিয়ারি দিলেন অভিনেতা।

‘মিথ্যা কথার উত্তর আমি আইনি পথেই দেব’

সম্প্রতি বিয়ে সেরেছেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) ও সঙ্গীতশিল্পী  শোভন গঙ্গোপাধ্যায় (Shovan Ganguly)। কিন্তু সেই সময় থেকেই ফের চর্চায় উঠে এসেছে সোহিনীর প্রাক্তন প্রেমিক রণজয়ের প্রসঙ্গ। তাঁদের সম্পর্ক, বিচ্ছেদ, পুরনো মন্তব্য নিয়ে কাটাছেঁড়া চলছেই। নবদম্পতির মাঝে তাঁর নাম বারবার উঠে আসায় ‘অস্বস্তি’তেই পড়েন অভিনেতা। এবিপি লাইভকে তিনি বলেন, ‘সোহিনী আর শোভনকে নিয়ে আমি আর কীই বা বলব বলুন তো! আমার একটাই উত্তর, আমি চাই ওরা দুজনেই ভাল থাকুক। এটা আমি মন থেকে চাই। ওদের মধ্যে আমার নাম উঠে আসাটা খুব অস্বস্তিকর। নববিবাহিত দুটি মানুষের মধ্যে আমার নাম উঠে ট্রোলিং, অপমান এবার বন্ধ হোক। খুব ভেতর থেকে চাইছি, এই ট্রোলিংটা বন্ধ হোক। ওদের সঙ্গে অন্যায় হচ্ছে এগুলো।’

এই আবহে এবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করলেন তিনি। যেখানে স্পষ্ট উল্লেখ করেছেন, তাঁকে নিয়ে যে ট্রোলিং হচ্ছে, তাঁর পরিবারকে যে অপমানিত হতে হচ্ছে তার উত্তর তিনি আইনি পথেই দেবেন। এদিন একটি পোস্টে তিনি সরাসরি লেখেন, ‘বিগত দিনের বেশ কিছু খবরে আমি এবং আমার পরিবার ব্যথিত ও মর্মাহত। আমরা পরিবার হিসেবে প্রস্তুত ছিলাম না এরকম অনভিপ্রেত কিছু ঘটনার জন্য। যে ঘটনাগুলোতে আমার ও আমার পরিবারের মানসিক শান্তি বিঘ্নিত। আমার কর্মজীবন ক্ষতিগ্রস্ত। যে সমস্ত মানুষজন আমাকে নিয়ে বিভিন্ন কাল্পনিক ঘটনা ও বক্তব্য পাবলিক ফোরাম এবং মিডিয়া পোর্টালের কাছে অবতারণা করে বর্তমান সময়ে গুরুত্ব পাওয়ার করুণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি পূর্ণ সমবেদনা রইল। তবু শুধুমাত্র প্রচারের লোভে আমার ব্যক্তিগত জীবনকে এইভাবে ক্ষতিগ্রস্ত করা এবং আমার পরিবারকে পাবলিক ফোরামে ছোট করার জন্য আমায় এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই হত। কারণ আত্মলোভী, অসৎ কিছু মানুষ হঠাৎ অতীতের কবর খুঁড়ে, কিছু মিথ্যা ঘটনার অবতারণা করে শুধু আমাকে ছোট করছে না, অপমানিত করছে আমার পরিবারকে। আমি জানি স্যোশাল মিডিয়া বা নিউজ আর্টিকেলে তার প্রত্যুত্তর সম্ভব নয়, কারণ আমার বিরুদ্ধে বলা মিথ্যে কথাগুলো ক্রিমিনাল অফেন্স, এবং কথাগুলো যদি সত্যি হয় আমি ক্রাইমের সঙ্গে যুক্ত। তাই এই সমস্ত মিথ্যে কথার উত্তর আমি আইনি পথেই দেব। এবং শুধুমাত্র প্রচারের লোভে যারা এই অন্যায় ক্রমাগত করে চলেছেন তাদের যাবতীয় উত্তর আইন দেবে। আমি এবং আমার পরিবারের মর্যাদা যারা শুধুমাত্র ব্যক্তি স্বার্থ আর ক্ষুদ্র প্রচারের লোভে ক্ষুণ্ণ করলেন তাদের মানসিক সুস্থতা কামনা করি।’

 


আরও পড়ুন: Farah Khan Mother: দীর্ঘদিনের অসুস্থতার সঙ্গে লড়াই থামল, জন্মদিনের মাসেই প্রয়াত ফারহা খানের মা

প্রসঙ্গত, দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় করা অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতার পোস্ট ঘিরে তুঙ্গে ওঠে চর্চা। অভিনেত্রী কারও নাম না নিয়েই কটাক্ষ ছুড়ে দেন সেই অভিনেতার দিকে যাঁর প্রাক্তন প্রেমিকার বিয়ে হয়েছে এবং সেই পোস্টে ‘লাইক’ করেন সোহিনী। ভাইরাল হয় পোস্ট, আলোচনা জোরালো হয় কমেন্ট সেকশনে। এবার সেই পোস্টের দিকেই ইঙ্গিত করে ‘পাবলিক ফোরাম’ কটাক্ষ ছুঁড়লেন রণজয়? তবে অভিনেতার পোস্টে তাঁর পাশে দাঁড়িয়েছেন অনুরাগীরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও দেখুন





Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *