NOW READING:
তোলপাড় হীরক রাজ্য? দেখুন ‘হীরক রাজার দরবার
November 18, 2024

তোলপাড় হীরক রাজ্য? দেখুন ‘হীরক রাজার দরবার

তোলপাড় হীরক রাজ্য? দেখুন ‘হীরক রাজার দরবার
Listen to this article


ABP Ananda Live: কী নিয়ে তোলপাড় হীরক রাজ্য? দেখুন ‘হীরক রাজার দরবার। 

 

সবাকাণ্ডে পুলিশের কাছে চাঞ্চল্যকর স্বীকারোক্তি ধৃত গুলজারের । ‘দুবাইয়ে কাজ করে উপার্জন করা টাকায় কসবায় গোডাউন কেনে গুলজার’ । ‘২০১১-১২ সালে সুশান্ত ঘোষের এলাকায় কেনা হয় গোডাউন’ । ‘কাউন্সিলরের অনুগামীরা সেই গোডাউন দখল করে নেয়’ । ‘বারবার অনুরোধের পরেও কষ্টের টাকায় কেনা সেই গোডাউন উদ্ধার করা যায়নি’ । ‘হতাশ হয়েই মুঙ্গেরের ইকবালের সঙ্গে যোগাযোগ’ । ‘সুশান্তর উপরে হামলার জন্য ইকবালই অস্ত্র ও লোক সাপ্লাই দেয়’ । পুলিশি জেরায় চাঞ্চল্যকর দাবি ধৃত গুলজারের: সূত্র । ‘মুঙ্গের থেকে অস্ত্র এসেছে, তদন্তের স্বার্থে পুলিশকে মুঙ্গেরে যেতে হবে’ । ‘শুধু গুলজার নয়, হামলার সঙ্গে আরও অনেকে জড়িত’ । গুলজারের পুলিশ হেফাজত চেয়ে সওয়াল সরকারি আইনজীবীর । ২৯ নভেম্বর পর্যন্ত ধৃত গুলজারের পুলিশ হেফাজত। 



Source link