<p>ABP Ananda LIVE: ‘এই জঘন্য ঘটনার বিচার তো চাই বটেই, কিন্তু সেই সুবিচার পাওয়ার পথে যে হস্তক্ষেপগুলো হচ্ছে, যেভাবে ঘটনাটার সরলীকরণ করা হচ্ছে, ঘটনাটা ততটাও সরল, সোজা নয়। এর মধ্যে আরও অনেকের যোগাযোগ রয়েছে। কেবল একটি ব্যক্তিকে গ্রেফতার করে তার ঘাড়ে দোষ চাপালে চলবে না। ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন উঠে আসছে, কেন পুলিশ প্রথমে আত্মহত্যার তত্ত্ব তুলে ধরতে চেয়েছিল সেই প্রশ্নও আসছে। জনসাধারণের থেকে অনেক তথ্য গোপন করা হচ্ছে। আমাদের দাবি, এই তথ্য গোপন করা যাবে না। আমাদের বিচার চাই আর প্রত্যেক দোষীর শাস্তি চাই, বললেন ঋদ্ধি।</p>
<p>এই ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে সুরঙ্গনা বলছেন, ‘এইরকম একটা ভয়াবহ ঘটনা ঘটার পরে মেয়েটির ওপর দোষ চাপানো হয়েছে প্রথমে। এটা ভয়াবহ। কেবল চিকিৎসা ক্ষেত্র নয়, সচেতনতা প্রচারও প্রয়োজন। নিজের বাড়ির ভিতরেই অনেক মেয়েরা অসুরক্ষিত থাকে। আর হাসপাতালের মতো একটা জায়গা, যেখানে মানুষ এত মুমুর্ষু অবস্থায় আসেন, সেখানেই যদি নিরাপত্তা না থাকে আর কোথায় থাকবে?'</p>



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *