NOW READING:
RG করকাণ্ডে পথে নামা শিল্পীদের বয়কট ইস্যুতে TMCর দলীয় অবস্থান স্পষ্ট করলেন অভিষেক
January 3, 2025

RG করকাণ্ডে পথে নামা শিল্পীদের বয়কট ইস্যুতে TMCর দলীয় অবস্থান স্পষ্ট করলেন অভিষেক

RG করকাণ্ডে পথে নামা শিল্পীদের বয়কট ইস্যুতে TMCর দলীয় অবস্থান স্পষ্ট করলেন অভিষেক
Listen to this article



<p>ABP Ananda Live: আর জি করকাণ্ডে পথে নামা শিল্পীদের বয়কট ইস্যুতে তৃণমূলের দলীয় অবস্থান স্পষ্ট করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। দলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষের তত্ত্ব খারিজ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্পষ্ট জানিয়ে দিলেন, এ নিয়ে দলের পক্ষ থেকে, কাউকে, কোনওরকম নির্দেশ দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কিছু বলেননি, এবং তিনি নিজেও, দলের সাধারণ সম্পাদক হিসাবে, এমন কোনও নির্দেশ দেননি। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় আরও বলেন, ”তিনি সকলের স্বাধীনতায় বিশ্বাস করেন। রাস্তায় নেমে প্রতিবাদ করার অধিকার সবার আছে।” গত সোমবার কুণাল ঘোষ বলেছিলেন, ‘আর জি কর কাণ্ডে যারা কুৎসিতভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন, তাদের বয়কট করুন।'</p>
<p>&nbsp;তৃণমূলে রদবদল ঠিক সময়ে হবে। জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেন, দলের জন্য যাঁরা কাজ করেছেন তাঁদের কোনও চিন্তা নেই। সূত্রের খবর, এর আগে দলের জেলা সভাপতি ও পুরসভার চেয়ারম্যান পদে একাধিক রদবদলের প্রস্তাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এই রদবদল নিয়ে জল্পনাকে গুরুত্ব দিতে চায়নি বিরোধীরা। &nbsp;<u></u><br /><br />তৃণমূলে সাংগঠনিক রদবদলের প্রশ্নে নিজের অবস্থানে অনড় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। বৃহস্পতিবার ফের একবার সেকথা বুঝিয়ে দিলেন তিনি। গতবছর প্রথম অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মুখে শোনা গেছিল সাংগঠনিক রদবদলের কথা। তিনি বলেছিলেন, "পুরসভার নির্বাচনে, আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাব, আমার ওয়ার্ড থেকে আমি জিতব, আর লোকসভা, বিধানসভায় দল প্রত্য়াশিত আর আশানুরূপ ফল করবে না। আপনার বিরুদ্ধে দল ব্য়বস্থা নেবে। যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। আগামী তিনমাসের মধ্য়ে তার ফল আপনারা দেখবেন।”</p>



Source link