NOW READING:
জিতলেই শীর্ষে যাবে দিল্লি, রাজস্থানের আজ ঘুরে দাঁড়ানোর লড়াই, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
April 16, 2025

জিতলেই শীর্ষে যাবে দিল্লি, রাজস্থানের আজ ঘুরে দাঁড়ানোর লড়াই, কখন, কোথায় দেখবেন ম্যাচ?

জিতলেই শীর্ষে যাবে দিল্লি, রাজস্থানের আজ ঘুরে দাঁড়ানোর লড়াই, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
Listen to this article


নয়াদিল্লি: শুরুটা দুর্দান্ত হয়েছিল। অপরাজিত থেকে টানা চার ম্যাচ জয়ের পর তাল কেটেছে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে। টুর্নামেন্টে নিজেদের প্রথম হার হজম করতে হয়েছে অক্ষর পটেলদের। আজ ফের ২২ গজে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। এবার সামনে রাজস্থান রয়্যালস। পয়েন্ট টেবিলে যারা প্রথম ছয়েও নেই এই মুহূর্তে। কিন্তু স্যামসনদের দলের বিরুদ্ধেও কিমতু বেগ পেতে পারে দিল্লি শিবির।

এখনও পর্যন্ত ৫ ম্যাচে খেলে ৮ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তারা পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে রাজস্থান রয়্যালস তাদের ৬ ম্যাচের মধ্যে মাত্র ২ ম্যাচে জিতেছে। ঝুলিতে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে রয়েছে সঞ্জু স্যামসনের দল।

আজ আইপিএলে কোন দুটো দল মুখোমুখি হবে?

আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালসের লড়াই

কোথায় খেলা হবে দিল্লি বনাম রাজস্থান দ্বৈরথ?

দিল্লি ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ও রাজস্থান মহারণটি হবে

কখন শুরু হবে দিল্লি বনাম রাজস্থান লড়াই?

আজ, ১৬ এপ্রিল, বুধবার খেলা শুরু হবে সন্ধে ৭.৩০ টায়, টস হবে তার ৩০ মিনিট আগে

কোথায় দেখবেন দিল্লি বনাম রাজস্থান ম্যাচ?

আইপিএলে দিল্লি বনাম রাজস্থান ম্যাচটি দেখতে পাওয়া যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে

অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে দিল্লি বনাম রাজস্থান ম্যাচ।

 


এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে দুটো দলের মুখোমুখি মহারণে এগিয়ে রাজস্থানই। মাত্র একটি ম্য়াচ বেশি জিতেছে সঞ্জু স্যামসনের দল। কিন্তু এবারের টুর্নামেন্টে পারফরম্য়ান্সের নিরিখে অনেকটাই এগিয়ে আছে দিল্লি ক্যাপিটালস। তাই কিছুটা চ্য়ালেঞ্জিং হতে পারে স্যামসনদের সামনে এই লড়াই। রাজস্থান রয়্যালস তাঁদের এবারের আইপিএলে জয় ছিনিয়ে নিয়েছিল চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। ধোনির দলের বিরুদ্ধে রিয়ান পরাগের নেতৃত্বে জয় পেয়েছিল রাজস্থান শিবির। এই পরিস্থিতিতে নিজেদের তৃতীয় জয়ের লক্ষ্যে মরিয়া থাকবে রাজস্থান শিবির।

আরও পড়ুন: কবে লখনউ শিবিরে যোগ দিচ্ছেন ময়ঙ্ক যাদব?

আরও দেখুন





Source link