‘বিচারব্যবস্থা পক্ষপাতদুষ্ট হলে এমনই পরিণতি হয়’, চিন্ময়কৃষ্ণের জামিন খারিজে প্রতিক্রিয়া অভিষেকে

Estimated read time 1 min read
Listen to this article


কলকাতা: সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আরিজ ফের খারিজ হয়ে গিয়েছে বাংলাদেশে। সেই নিয়ে প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, কোনও দেশের বিচারব্যবস্থা পক্ষপাতদুষ্ট হলে এমনই পরিণত হয়। (Abhishek Banerjee)

এদিন ডায়মন্ড হারবার থেকে চিন্ময়কৃষ্ণের জামিন খারিজ হয়ে যাওয়া নিয়ে মুখ খোলেন অভিষেক। তিনি বলেন, “বিচার ব্যবস্থা কোথাও যদি দুর্বল হয়ে যায়, সেই দেশের পতন অবশ্যম্ভাবী। কেউ আটকাতে পারে না। আমরা বিভিন্ন সময় দেখেছি, বিচারব্যবস্থা যদি পক্ষপাতহীন না থাকে, বিচারব্যব্যবস্থা যদি ভীত-সন্ত্রস্ত বা পক্ষপাতদুষ্ট হয়ে যায়, সেই দেশ বা সমাজের পতন কেউ আটকাতে পারে না।” (Abhishek on Chinmoy Krishna)

বাংলাদেশ সম্পর্কে কেন্দ্রকে পদক্ষেপ করতে হবে বলে মন্তব্য করেন অভিষেক। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারের উচিত, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলে এই গুন্ডামি, অত্যাচার, প্রতিদিন যারা নৃশংসতার কাহিনি রচনা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দিকে এগোতে হবে। বিদেশসচিব কিছুদিন আগে বাংলাদেশ গিয়েছিলেন। বিদেশমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী চুপ। ভারত না থাকলে ওটা পূর্ব পাকিস্তান হয়ে থাকত, স্বাধীনতা পেত না।”

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এদিন কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকেও তুলোধনা করেন অভিষেক। তাঁর কথায়, “কোনও দিন শুনেছেন, ২০১৪-র আগে বাংলাদেশের মতো দেশ ভারতকে চমকাচ্ছে? এই ভারতের নাম উজ্জ্বল করেছেন? এত বড় বড় ভাষণ না দিয়ে দিল্লিতে কেন যাচ্ছেন না? দিল্লিতে প্রতিবাদ সভা করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রীদের কাছে কেন যাচ্ছেন না? সীমান্তরক্ষী বাহিনী কী করছে। ত্রিপুরা, অসমে এতজন ধরা পড়েছে। সেখানে কি তৃণমূলের সরকার? সেখানে তো ডাবল ইঞ্জিন সরকার!”

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেন অভিষেক। বলেন, “বাংলাদেশে অত্যাচার চলছে, নৈরাজ্য চলছে। কেন্দ্র কিছু করেছে? প্রধানমন্ত্রী ৫৬ ইঞ্চির ছাতির কথা বলেছিলেন, মজবুত সরকারের কথা বলেছিলেন। আমরা চাই, বাংলাদেশ যে ভাষা বোঝে, সেই ভাষায় জবাব দেওয়া হোক। কে বাধা দিচ্ছে? রক্তচক্ষু দেখানো হোক বাংলাদেশকে।”

রাজ্যে বেআইনি অনুপ্রবেশ নিয়ে বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করলেও, এদিন কেন্দ্রের অধীন BSF-কে কাঠগড়ায় তোলেন অভিষেক। তিনি বলেন, “ওঁরাই বলেন ঘুষপেটিয়া, উল্টা লটকা দুঙ্গা, চুন চুনকে দেখুঙ্গা! কাকে উল্টো ঝোলাল? ধর্মের নামে আজ যাদের উল্টো ঝুলিয়ে দেওয়া হচ্ছে, তাদের নিয়ে প্রধানমন্ত্রী, সরকার নীরব কেন? এই জঙ্গিদের ঢুকিয়েছিল BSF. বাংলাকে অশান্ত করার জন্য। রাজ্য পুলিশ ধরেছে।”

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours