জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেঘালয়ে হানিমুন রহস্য়ের পর্দাফাঁস। ইন্দোরের রাজা রঘুবংশীকে খুনে অভিযোগে এখন পুলিসে হেফাজতে তাঁর সদ্যবিবাহিতা স্ত্রী সোনম। উত্তর-পূ্র্বের রাজ্যটির ভাবমূর্তি নষ্টের জন্য এবার ক্ষমা চাইতে হবে রাজা ও সোনমের পরিবারকে! এমনই দাবি তুললেন মেঘালয়ের মন্ত্রী আলেকজান্ডার লালু হেক। না হলে দুই পরিবারের বিরুদ্ধেই মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আরও পড়ুন: Sikkim Honeymoon Couple missing: হানিমুনে হাহাকার! মেঘালয়ের ছায়া সিকিমেও, নিখোঁজ নবদম্পতি! তবে কী…
মেঘালয়ের মন্ত্রীর সাফ কথা, ‘এখন আমরা রাজ্যের ভাবমূর্তি নষ্ট করার জন্য রাজা ও সোনমের পরিবারের কাছে ক্ষমা চাওয়ার জাবি জানাচ্ছি। যদি তাঁরা সেটা না করেন, তাহলে আমরা মানহানির মামলা করব’। বলেন, ‘ঘটনাটি যেহেতু রাজ্যে ঘটেছে, তাই অভিযুক্তদের এখানেই আনা হবে। এখন তারা মামলাটি রাজ্য পুলিস, কেন্দ্রের পুলিস বা তদন্তকারী সংস্থাকে হস্তান্তর করতে চায়, আমাদের কোনও আপত্তি নেই। সত্য ইতিমধ্যে বেরিয়ে এসেছে’।
মেঘালয়ে হানিমুনে গিয়ে স্বামী রাজাকে খুন (Meghalaya Honeymoon Murder)। প্রেমিক রাজের সঙ্গে ছক কষে স্বামী রাজা রঘুবংশীকে (Raja Raghuwanshi) খুনের অভিযোগ নববধূ সোনমের বিরুদ্ধে। রাজাকে খুনের দায়ে সোনম সহ আরও ৪ জন, অর্থাৎ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিস।
মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশী আর তাঁর স্ত্রী সোনম। মেঘালয়ে হানিমুন করতে গিয়ে নিখোঁজ হয়ে যান ওই দম্পতি। কবে? ২৩ মে। পুলিশ সুপার জানিয়েছেন, আগের দিন অর্থাত্ ২২ মে মেঘালয়ের নংরিয়াট গ্রামে পৌঁছন রাজা ও সোনম। একটি হেমস্টেতে ছিলেন তিনি। ২৩ মে বিখ্যাত জীবন্ত রুট ব্রিজ দেখার পর সেই হোমস্টে থেকে চেক আউট করতে দেখা যায়। পরের দিন ওই দম্পতির ভাড়া করা স্কুটির খোঁজ মেলে সোহরারিম এলাকায়। গত সোমবার ওয়েইসাওডং জলপ্রপাতের কাছে পাহাড়ি খাদ থেকে উদ্ধার হয় রাজার দেহ।
আরও পড়ুন:: Mysterious Death: দিল্লি থেকে নিখোঁজ অসমের তরুণী, ৫ দিন পর দেহ মিলল উত্তরাখণ্ডে! তাহলে কি…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)