জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দলের কড়া নির্দেশেও পরে বিতর্কিত মন্তব্য! তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর এবার বললেন, ‘চার দিন আগে অনেক বাজেভাবে সৌগত রায়কে অ্যাটাক করেছে কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। রাজ্যের ছাত্র সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে বাজেভাবে অ্যাটাক করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে কেন্দ্রীয় কর্মসমিতির যে মিটিং, সেই মিটিংয়েও দেখা গেল সেই কল্য়াণ বন্দ্যোপাধ্যায়ের নাম যোগ হল। তিনি আবার ওই শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য হয়ে গেলেন’।
আরও পড়ুন: Abhishek Banerjee: তৃণমূলে শৃঙ্খলারক্ষা কমিটি! ‘কতটা যোগ্য, প্রমাণ করতে হবে’, বললেন অভিষেক…
ঘটনাটি ঠিক কী? বেফাঁস মন্তব্য করেছে বহুবার। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পূর্ণ সময়ের পুলিসমন্ত্রীর করার দাবি তোলেন হুমায়ুন কবীর। এরপরই ভরতপুরের বিধায়ককে শোকজ করে তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটি। কবে? গত বুধবার। তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে হবে তাঁকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে পাল্টা সাফাই দিলেন হুমায়ুন কবীর।
তৃণমূল বিধায়কের প্রশ্ন, ‘তাঁর ক্ষেত্রে কী নিয়ম, তিনি টাউনের নেতা, কলকাতায় বসবাস করেন, শ্রীরামপুরের সাংসদ বলে শৃঙ্খলা কমিটির ক্ষেত্রে একরকমের সিদ্ধান্ত হবে। হুমায়ুন কবীর যেহেতু গ্রাম থেকে গিয়েছেন, কৃষকের ছেলে তৃণমূলের কী এই ধরণের সিস্টেম চালু থাকবে। নাকি নিয়ম শৃঙ্খলার সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে, এটাই বলেছি’। তাঁর কথায়, ‘বল এখন শৃঙ্খলারক্ষা কমিটির হাতে। সেই বল সাইড লাইনে পাঠিয়ে দেবে নাকি মাঝ মাঠে খেলবে সেটা তাদের বিষয়’।
আরও পড়ুন: Abhishek Banerjee: ধর্ষণের শাস্তি ফাঁসি-ই! কেন ক্যাপিটাল পানিশমেন্ট হবে না’? প্রশ্ন অভিষেকের!
এর আগে, গত সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক হয় কালীঘাটে। সেই সভায় সংসদ, বিধানসভা ও দলীয় স্তরে থাকবে ৩ শৃঙ্খলারক্ষা কমিটি গঠন করা হয়। চন্দ্রিমা ভট্টাচার্য বললেন, ‘পার্টি বিরোধী কাজের জন্য যদি শোকজ করা হয়, তার উত্তর দিতে হবে। পরপর তিনটি যদি শোকজ হলে সেই সদস্য বা সদস্যাকে সাসপেন্ড করা হবে’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)