কলকাতা: আরজিকর কাণ্ডের প্রতিবাদের ঢেউ কলকাতা তথা দেশ ছাড়িয়ে বিদেশেও। এহেন পরিস্থিতিতে ফের ‘স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি’ নিয়ে বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘শুধু আর জি কর মেডিক্যাল নয়, স্বাস্থ্যক্ষেত্রে রাজ্যজুড়ে বড়সড় দুর্নীতি হয়েছে।’

‘ স্বাস্থ্য দফতরের বড় অংশ রাজ্যের বিভিন্ন হাসপাতালে এই দুর্নীতির সঙ্গে জড়িত’

এদিন তিনি বলেন,’স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, নিয়োগ-রেশন কেলেঙ্কারির থেকেও বড়। স্বাস্থ্য দফতরের বড় অংশ রাজ্যের বিভিন্ন হাসপাতালে এই দুর্নীতির সঙ্গে জড়িত। শুধু আর জি কর মেডিক্যাল নয়, স্বাস্থ্যক্ষেত্রে রাজ্যজুড়ে বড়সড় দুর্নীতি হয়েছে’,চাঞ্চল্যকর অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি আরও বলেন,’কোভিড-কালে পিএম কেয়ারের যে টাকা এসেছিল, তার বড় অংশই নয়ছয় করা হয়েছে। আর জি কর হাসপাতালে যে দুর্নীতির অভিযোগ উঠে আসছে,  স্বাস্থ্য দপ্তরের একটা বড় অংশ রাজ্যের বিভিন্ন হাসপাতালে এই দুর্নীতির সঙ্গে জড়িত।’

‘আমরা চাই সব মেডিকেল কলেজের দুর্নীতি নিয়ে তদন্ত করুক সিবিআই’

কোভিডের সময়েও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। তিনি স্পষ্ট বলেছেন, ‘আমরা চাই সব মেডিকেল কলেজের দুর্নীতি নিয়ে তদন্ত করুক সিবিআই।’

আরও পড়ুন, মীনাক্ষীর নেতৃত্বে স্বাস্থ্য দফতর অভিযান ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ‘প্ররোচনা দিয়ে মারধর..’

খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

 

 

আরও দেখুন



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *