কলকাতা: আরজিকর কাণ্ডে প্রতিবাদ জানিয়ে পিছিয়ে দেওয়া হল বাংলা ছবি খাদান এর টিজার রিলিজের তারিখ (Dev On RG Kar Doctors Death)। সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানিয়েছেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব (TMC MP Dev)।

 RG Kar কাণ্ডে পিছিয়ে দেওয়া হল খাদান এর টিজার রিলিজের তারিখ

১৪ অগাস্ট সকাল ১১ টায় সুরিন্দর ফিল্মস প্রযোজিত বাংলা ছবি খাদানের টিজার মুক্তি পাওয়ার কথা ছিল। এর আগে নিজেই জানিয়েছিলেন দেব। তবে মাঝে আরজিকরের ঘটনায় নড়ে যায় কলকাতা-সহ সারা দেশ। প্রতিবাদে সামিল টলিউডও। তাই পিছিয়ে দেওয়া হল বাংলা ছবি খাদান এর টিজার রিলিজের তারিখ। ফেসবুক পোস্টে সেই বিবৃতি শেয়ার করলেন দেব। সোশ্যাল পোস্টে, নির্যাতিতার পরিবারের পাশে থেকে, তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এবং আরজিকর কাণ্ডে বিচারের দাবি জানিয়েছেন দেব।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে কলকাতাতেও মিছিলে পা মেলান সংস্কৃতি জগতের বিশিষ্টরা 

আরজি কর হাসপাতালে নরকীয় ঘটনার প্রতিবাদ ছড়াচ্ছে সর্বত্র। RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় বিক্ষোভ ছড়াল জেলাতেও। বিভিন্ন মেডিক্যাল কলেজে কর্মবিরতির পাশাপাশি, অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকদের। রাজ্য ছাড়িয়ে রাজধানী দিল্লি, সর্বত্র আছড়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। কলকাতাতেও মিছিলে পা মেলান সংস্কৃতি জগতের বিশিষ্টরা। মিছিলে হাঁটেন বিশিষ্ট চিকিৎসকরাও। সকাল গড়িয়ে সন্ধে হয়ে রাত। আছড়ে পড়ছে বিক্ষোভের ঢেউ, উঠছে মুর্হুমুহ স্লোগান। এদিক, এই প্রেক্ষাপটে রাতের পথ দখলে নামতে চলেছে মহিলারা। এই সংক্রান্ত পোস্টে ছেয়ে গেছে সোশাল মিডিয়া। পোশাকী নাম দেওয়া হয়েছে ‘মেয়েরা রাত দখল করো’।জানা গেছে ১৪ অগাস্ট রাত ১১.৫৫ মিনিটে যাদবপুর, অ্য়াকাডেমি, কলেজ স্ট্রিটে একই সঙ্গে জমায়েত করবেন মহিলারা। 

আরও পড়ুন, আরজিকর কাণ্ডে ‘অপরাধীরা বেঁচে যাবে..’ ! বিস্ফোরক জাতীয় কমিশনের চেয়ারপার্সন

 MBBS পাস করার করার পর RG কর মেডিক্যাল কলেজ-হাসপাতালে চেষ্ট মেডিসিন নিয়ে স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছিলেন বছর একত্রিশের মহিলা চিকিৎসক। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ‘On Call’-এ ছিলেন মহিলা চিকিৎসক। রাত দুটো নাগাদ তাঁর ডিউটি শেষ হয়। তারপরে জুনিয়রদের সঙ্গে ডিনার সারেন। সূত্রের খবর, এরপর জরুরি বিভাগের চারতলায় ‘চেষ্ট ডিপার্টমেন্টে’র সেমিনার হলে বিশ্রামের জন্য ঢুকে যান। শুক্রবার সকালে সেই সেমিনার হল থেকেই উদ্ধার হয় তাঁর মৃতদেহ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও দেখুন



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *