<p>ABP Annada LIVE: হলদিবাড়ির ঘটনা নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। মাননীয়া যদি যৌন নির্যাতনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চান তাহলে নতুন অধ্যায় সংযোজন করতে হবে। তৃণমূলই অপরাধী এবং দুষ্কৃতীদের প্রস্তাবিত আইনে আলাদা অধ্যায় রাখতে হবে। এছাড়াও পুলিশের নিষ্ক্রিয়তার ও প্রমাণ লোপাট ঠেকানোর বিষয়টি সুনিশ্চিত করতে হবে। নাহলে ফাঁসির বিধান থাকলেও তৃণমূলই হওয়ার সুবাধে শাস্তি হবে না , সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ শুভেন্দু অধিকারীর।</p>
<p>পুলিশের দেখানো ছবিতে লাল জামা পরা ব্যক্তির পরিচয় ঘিরে রহস্য। পুলিশের দাবি খারিজ IMA রাজ্য শাখার, SSKM-এর চিকিৎসক বলে দাবি। লাল জামা পরা ব্যক্তি ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ বলে দাবি লালবাজারের। লাল জামা পরা ব্যক্তি SSKM-এর PGT অভীক দে, পাল্টা দাবি IMA বেঙ্গলের। পড়ুয়াদের লেখা গ্রাফিতির উপরে সিভিক ভলান্টিয়ারের বাইক। তড়িঘড়ি সরাল পুলিশ। তুমুল বিক্ষোভ। অভিযুক্ত সিভিক ও ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে FIR। অবরোধ তুললেন প্রতিবাদীরা। আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিটি রোডে প্রতিবাদ। প্রতিবাদে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনীরা। অভিযোগ, প্রতিবাদীদের মধ্যে ঢুকে যায় এক সিভিক ভলান্টিয়ার। ওই সিভিক ভলান্টিয়ার মত্ত অবস্থায় ছিল, অভিযোগ বিক্ষোভকারীদের। অভিযোগ, ওই সিভিক ভলান্টিয়ারকে তড়িঘড়ি সরিয়ে নিয়ে যায় পুলিশ। এর প্রতিবাদে সিঁথি মোড়ে অবস্থান কর্মসূচি পড়ুয়া ও প্রাক্তনীদের। ‘দু-একজন সিভিক ভলান্টিয়ার খারাপ হতে পারে’, বললেন ফিরহাদ হাকিম। খবর প্রকাশ্যে আসার আগেই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার হয়েছে এবং কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবে সরকার কিন্তু সরকারের তরফ থেকে যা অ্যাকশন নেওয়ার একটা ঘটনা সামনে আসার পর যেটুকু হওয়া দরকার তা করেছে’, মন্তব্য দেবাংশুর। ABP Ananda Live</p>
Source link
হলদিবাড়ির ঘটনা নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী

+ There are no comments
Add yours