NOW READING:
রেশনকাণ্ডে এবার কি দুবাই-যোগ?বালু-ঘনিষ্ঠ বারিকের ফ্ল্যাটে সম্পত্তির নথি মেলার দাবি ইডির
August 2, 2024

রেশনকাণ্ডে এবার কি দুবাই-যোগ?বালু-ঘনিষ্ঠ বারিকের ফ্ল্যাটে সম্পত্তির নথি মেলার দাবি ইডির

রেশনকাণ্ডে এবার কি দুবাই-যোগ?বালু-ঘনিষ্ঠ বারিকের ফ্ল্যাটে সম্পত্তির নথি মেলার দাবি ইডির
Listen to this article


ABP Ananda LIVE: রেশন দুর্নীতিকাণ্ডে (ration scam)এবার দুবাই-যোগ? ‘রাজারহাটে বারিক বিশ্বাসের(barik biswas) ফ্ল্যাটে মিলল দুবাইয়ের সম্পত্তির নথি’ । দুবাইয়ের সম্পত্তির মালিক কে? জানতে চায় ইডি । গতকাল জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের বাড়ি ও রাইস মিলে তল্লাশি । কাল বারিক বিশ্বাসকে তলব করেছে ইডি । আজ দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমানকে তলব । আনিসুর রহমান ও তাঁর দাদা, রাইস মিল মালিক আলিফ নুরকে তলব । ‘বারিক ও আলিফের ফ্ল্যাট, বাড়ি, অফিস থেকে উদ্ধার ৪৫ লক্ষ টাকা’ । ১৬টি মোবাইল ও ২২টি সম্পত্তির নথিও বাজেয়াপ্ত, ইডি(ed) সূত্রে দাবি।

স্কুলে না গিয়েও ডামি শিক্ষিকা দিয়ে কাজ, অভিযুক্ত তৃণমূল নেতা। চণ্ডীপুরে অভিযুক্ত তৃণমূলের নেতা শিক্ষক স্বপন প্রধান । স্কুলে না গিয়েও বেতন তোলার অভিযোগ! মাসের শেষে হাজিরা খাতায় সই! ডামি শিক্ষিকা রেখে কাজ চালানোর অভিযোগ! শাসক নেতা শিক্ষকের কীর্তিতে শোরগোল পূর্ব মেদিনীপুরে তোলপাড় । ভিত্তিহীন অভিযোগ, সব আমার রেকর্ড বলবে, দাবি অভিযুক্ত তৃণমূল নেতার। স্কুলে না গিয়ে ডামি শিক্ষিকা রেখে কাজ চালানোর অভিযোগ উঠল তৃণমূল নেতা শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের ভগবানখালি নতুন প্রাথমিক বিদ্য়ালয়ের শিক্ষক স্বপন প্রধানকে শো-কজ করেছেন জেলা বিদ্য়ালয় পরিদর্শক। এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।



Source link