NOW READING:
Bangladesh: বদলের বাংলাদেশে ফের পরিবর্তনের ঝোঁক, এবার ইউনূসের বিরুদ্ধেই পথে ছাত্রছাত্রীরা!
February 24, 2025

Bangladesh: বদলের বাংলাদেশে ফের পরিবর্তনের ঝোঁক, এবার ইউনূসের বিরুদ্ধেই পথে ছাত্রছাত্রীরা!

Bangladesh: বদলের বাংলাদেশে ফের পরিবর্তনের ঝোঁক, এবার ইউনূসের বিরুদ্ধেই পথে ছাত্রছাত্রীরা!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজেই বিপাকে ইউনূস সরকার। যাঁরা রক্ত ঝরিয়ে শেখ হাসিনাকে গদিচ্যুত করলেন, সেই সব ছাত্রদের এখন অভিযোগ, আহত অবস্থায় দীর্ঘদিন ধরে হাসপাতালে থাকলেও সরকার তাঁদের খোঁজ নিচ্ছে না। পাশাপাশি, তাঁর আরও মত, আহতদের নিয়ে দেশে রাজনীতি চলছে।প্রতিবাদে প্রধান উপদেষ্টার ঢাকা বাড়ি ঘেরাও করল সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। 

আরও পড়ুন, Cholera Outbreak: ভয়ংকর ব্যাকটেরিয়া থেকে হাড়হিম পরিস্থিতি! তিন দিনে মৃত প্রায় ৬০, আক্রান্ত ১৩০০…

এমনকী বদলের বাংলাদেশে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবিতে মুখর ছাত্রছাত্রীরা। রবিবার সকালে ভাড়া করা দু’টি বাসে ক্যাম্পাস থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকায় আসেন কুয়েটের ৮০ জন শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল। একপর্যায়ে দুপুর ২টার পর কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান করেন তারা।

আন্দোলনকারীরা শিক্ষা ভবন মোড়ে আসার আগেই পুলিস ব্যারিকেড দিলেও আন্দোলনকারীরা সেটি সরিয়ে ফেলেন। পরে পুলিস আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান নিয়ে তাদের আটকে দেন। এ সময় পুলিস ও আন্দোলনকারীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। বাধা দেওয়ার সময় পুলিস নারী আন্দোলনকারীদের গায়ে হাত তুলেছেন অভিযোগ করে বলা হয়, ‘পুলিস ফোর্সে একটা নারী পুলিস নেই! অথচ ব্যানারভর্তি মেয়ে আমরা। এটা নারীদের আন্দোলন। এই পুরুষ পুলিসরাই আমাদের গায়ে হাত তুলেছে। আমরা নিন্দা জানাই।’

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

অন্যদিকে জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচার এবং সংশ্লিষ্ট আইনগুলোর যৌক্তিক সংস্কারের দাবিতে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’-এর ব্যানারে গণপদযাত্রা হয়। প্রসঙ্গত, যত সময় যাচ্ছে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। গত প্রায় দেড় মাসে ঢাকায় দিনেদুপুরে চুরি-ডাকাতি হচ্ছে। সম্প্রতি, ঢাকায় এক দম্পতিকে প্রকাশ্যে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে। এক স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলা হয় বলে অভিযোগ। এছাড়া চলন্ত বাসে ডাকাতি, এমনকি দুই মহিলাকে ধর্ষণের অভিযোগও উঠেছে। 

আরও পড়ুন, Coxs Bazar Air Force Station Attack: বাংলাদেশে বায়ু সেনা ঘাঁটিতে হামলা, চলল গুলি, নিহত কমপক্ষে ১

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link