Adani Group:  হঠাৎ বড় সিদ্ধান্ত, আদানি গ্রুপ (Adani Group) থেকে অবসর নিতে চলেছেন গৌতম আদানি (Gautam Adani) । সম্প্রতি ব্লুমবার্গের (Bloomberg Report) রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। শোনা যাচ্ছে, আদানি গ্রুপের বিপুল সাম্রাজ্যের দায়িত্ব বর্তাবে গৌতম আদানির সন্তান ছাড়াও আরও কিছু নির্ভরযোগ্য ব্যক্তির ওপর।

কেন হঠাৎ এই সিদ্ধান্ত
দেশের বড় ব্যবসায়িক গোষ্ঠীগুলোর এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ন্ত্রণ হস্তান্তর বরাবরই একটি বিতর্কিত বিষয়। রিলায়েন্স থেকে শুরু করে গোদরেজ এবং কে কে মোদি গ্রুপ পর্যন্ত এমন অনেক মামলা রয়েছে যেখানে ব্যবসায়িক সাম্রাজ্যের বিভাজন সংক্রান্ত বিরোধ আদালতে পৌঁছেছে । দেশের দ্বিতীয় ধনী ব্যক্তি গৌতম আদানি তার পরিবারে এমন বিবাদের পরিস্থিতি এড়াতেই এই পরিকল্পনা তৈরি করছেন বলে মনে করা হচ্ছে।

গৌতম আদানি অবসর নেবেন কোন বছরে
ব্লুমবার্গের একটি প্রতিবেদনে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানিকে উদ্ধৃত করে বলা হয়েছে, তিনি 70 বছর বয়সে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন। বর্তমানে, গৌতম আদানির বয়স 62 বছর। তার মানে তিনি পরবর্তী 8 বছরের মধ্যে সক্রিয় ব্যবসা থেকে অবসর নিতে পারেন। গৌতম আদানির পরিকল্পনা অনুযায়ী, তাঁর পরে গ্রুপের দায়িত্ব যাবে তাঁর ছেলে ও ভাইপোর হাতে। এই পরিবর্তন 2030 সাল থেকে বাস্তবায়িত হতে পারে।

এই মুহূর্তে ছেলে ও ভাইপো এই দায়িত্ব সামলাচ্ছেন
প্রতিবেদনে বলা হয়েছে, গৌতম আদানি অবসর নেওয়ার পর কোটি কোটি টাকার আদানি গ্রুপের ব্যবসা সাম্রাজ্য তার ছেলে করণ আদানি ও জিৎ আদানি এবং ভাইপো প্রণব আদানি ও সাগর আদানি সামলাবেন। গৌতম আদানির বড় ছেলে করণ আদানি বর্তমানে আদানি পোর্টের ম্যানেজিং ডিরেক্টর, আর জিৎ আদানি আদানি বিমানবন্দরের কার্যক্রম পরিচালনা করছেন। একইভাবে, প্রণব আদানি বর্তমানে আদানি এন্টারপ্রাইজের পরিচালক, সাগর আদানি আদানি গ্রিন এনার্জিতে এক্সিকিউটিভ ডিরেক্টর পদ পেয়েছেন।

ছেলে ও ভাইপো সমান দায়িত্ব পেতে পারেন
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, গৌতম আদানি অবসর নেওয়ার পর চারজন উত্তরসূরিই গ্রুপে সমান দায়িত্ব পেতে পারেন। একই সঙ্গে গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হতে পারে তার বড় ছেলে করণ আদানি বা তার পরে ভাগ্নে প্রণব আদানিকে। প্রতিবেদনে বলা হয়েছে, আদানি ফ্যামিলি ট্রাস্টের মাধ্যমে উত্তরাধিকার হস্তান্তর করা যেতে পারে। এই স্থানান্তরের জন্য একটি গোপনীয় চুক্তি ব্যবহার করা যেতে পারে।

উত্তরাধিকার নিয়ে গৌতম আদানির মতামত
গৌতম আদানির মতে, ব্যবসাকে টেকসই করতে উত্তরাধিকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তিনি ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন- ব্যবসার স্থায়িত্বের জন্য উত্তরাধিকার খুবই গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্ত আমি পরবর্তী প্রজন্মের হাতে ছেড়ে দিচ্ছি। 

আরও পড়ুন : Mutual Fund: Mutual Fund: এই ৬ মিউচুয়াল ফান্ড দিয়েছে ২০ শতাংশের বেশি রিটার্ন, এখনও ভাবছেন ?

আরও দেখুন



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *