Lionel Messi: ‘মেসির শিক্ষাদীক্ষার খুবই অভাব আছে’! নক্ষত্র ফুটবলারের তোপ কিংবদন্তিকে…

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৫ সালে প্রথমবারের মতো ইন্টার মিয়ামির (Inter Miami) জার্সিতে মাঠে ফিরেছেন লিয়োনেল মেসি (Lionel Messi)। গত রবিবার মেসি অ্যান্ড কোং মেক্সিকোর ক্লাব আমেরিকার বিরুদ্ধে ক্লাব প্রীতি ম্যাচ খেলেছিল (Inter Miami CF vs Club America) নেভাদার অ্যালিজেন্ট স্টেডিয়ামে। নির্ধারিত সময়ে পর্যন্ত স্কোরলাইন ২-২ থাকায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়, শেষে মেসির ইন্টার মায়ামি ৩-২ গোলে জিতে যায়। মেসি এই ম্যাচে গোল করেও বিরাট বিতর্কে জড়িয়েছেন।

আরও পড়ুন: ৮ ইনিংসে ৩৮৯.৫০-র গড়ে ৭৭৯ রান! চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়তেই তোপ ভারতীয় তারকার

মেক্সিকান দর্শকরা তুমুল ব্যঙ্গ-বিদ্রুপ করেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ীকে। মেসি মেক্সিকান ভক্তদের পাল্টাও দিয়েছেন। পাশাপাশি মেসি নিজের ১০ নম্বর জার্সিটি দেখিয়ে বোঝান যে, তিনি আসলে কে! এখানেই শেষ নয়। মেসি আঙুলের ইঙ্গিতে বুঝিয়ে দেন আর্জেন্টিনা তিনটি বিশ্বকাপ জিতেছে আর মেক্সিকো এখন পর্যন্ত কোনও কাপ জেতেনি। মেসির এহেন আচরণ একেবারেই ভালো ভাবে নেয়নি মেক্সিকোর প্রাক্তন মিডফিল্ডার অ্যাডলফো বাতিস্তা। তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি তোমাকে খুব পছন্দ করতাম। তবে আমার দেশকে জড়িয়ে তুমি যা করেছ, তা বুঝিয়ে দেয় যে, তোমার পেশাদারিত্ব এবং শিক্ষাদীক্ষার অভাব আছে’!
 
মাঠে মেসির আচরণের ছবি ও ভিডিয়ো সামাজমাধ্যমে ভাইরাল হয়েছে। মেসির এহেন আচরণের পক্ষে-বিপক্ষে বেশ সমালোচনাও হয়েছে। যদিও বাতিস্তার এই মন্তব্য নিয়েও অবশ্য আলোচনার ঝড় উঠেছে।মেক্সিকান ফুটবলারের আক্রমণাত্মক মন্তব্যের জবাবে মেসির পক্ষ থেকে এখনও কোনো বার্তা আসেনি। প্রাক মরসুম সফরে ইন্টার মায়ামি পরের ম্যাচ খেলবে পেরুর ক্লাব ইউনিভার্সিতারিও দে দেপোর্তেসের বিপক্ষে। ৩০ জানুয়ারি পেরুর রাজধানী লিমার স্তাদিও মনুমেন্তালে হবে ম্যাচটি।

আরও পড়ুন: ‘বন্ধ করতে বলেছিলেন অনুষ্ঠান’! লিড সিঙ্গারের বিরাট চমক, ক্লোডপ্লে’র কনসার্টে বুমরা…

 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours