# Tags
#Blog

Parliament Budget Session: ‘বেচারি, রাষ্ট্রপতির বয়স হয়েছে’, দ্রৌপদীকে কটাক্ষ করে বিতর্কে সোনিয়া!

Parliament Budget Session: ‘বেচারি, রাষ্ট্রপতির বয়স হয়েছে’, দ্রৌপদীকে কটাক্ষ করে বিতর্কে সোনিয়া!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাস ব্য়ুরো:  খোদ রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর ভাষণের প্রতিক্রিয়ায় ‘বেচারি’- মন্তব্য!  বিতর্কে সোনিয়া গান্ধী। রাজ্য়সভার কংগ্রেস সাংসদকে যখন নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তুললেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা,  সোনিয়ার কটাক্ষের নিন্দা করল রাষ্ট্রপতির দফতর।

আরও পড়ুন:   Varanasi Boat Accident: কুম্ভের পরে এবার কাশী! যোগী রাজ্যে একের পর এক ভয়ংকর দুর্ঘটনা…

ঘটনাটি ঠিক কী?  আজ, শুক্রবার থেকে সংসদে শুরু হয়ে গেল বাজেট অধিবেশন। প্রথামাফিক উভয় কক্ষে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রায় ৫৯ মিনিট বক্তৃতা করেন তিনি। এরপর অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সনিয়া বলেন, ‘ওঁকে খুব ক্লান্ত মনে হচ্ছিল। ভাল করে কথাও বলতে পারছিলেন না, বেচারি’! আর তাতেই জমে উঠেছে বিতর্ক। 

সনিয়ার বিরুদ্ধে রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। এক্স হ্যান্ডেলে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা লিখেছেন, ‘রাষ্ট্রপতির ভাষণের প্রতিক্রিয়া যে বেচারি শব্দটি ব্যবহার করেছেন, তার তীব্র নিন্দা করি। রাষ্ট্রপতি ও আদিবাসী সম্প্রদায়ের কাছে নিঃশর্ত ক্ষমার দাবি জানাই’। সনিয়ার মন্তব্য ‘কুরুচিকর ও দুভার্গ্যজনক’ বলে বিবৃতি দেওয়া হয়েছে রাষ্ট্রপতি দফতরের তরফে।

 

সংসদে যৌথ অধিবেশন ভাষণ দিতে মোদীর সরকারের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি। বলেন, ‘গত ১০ বছরে মোদী সরকারের বিভিন্ন প্রকল্প দেশের পরিকাঠামো ও  সামাজিক উন্নয়নের ইতিহাসে নয়া মাত্রা যোগ করেছে’।

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, ‘রাষ্ট্রপতি ভাষণে সরকার বলে আগামী একবছর কীভাবে কাজ করব। নীতিটা কী? শিক্ষানীতি থেকে শুরু করে বিভিন্ন নীতি আছে। দেশকে চালাবার নীতিটা কী! সেই নীতিটাই তো নেই। জি-২০, চাঁদে যাওয়া ওসব তো পুরনো। সবই তো ২০২৩-র। ২০২৪-এ সরকারে এসে, ২০২৫ এবং গতবার যেগুলি ভাষণে বলেছিল এগুলি করব, তার তো কোনও লেশমাত্র কথা বলল না’!

আরও পড়ুন:   MahaKumbh: মহাকুম্ভে অবশেষে হল পুনর্মিলন! দীর্ঘ ২৭ বছর পার স্ত্রী খুঁজে পেলেন স্বামীকে.

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal