NOW READING:
Price Of Glutathione: AI এসে গেল, তবু ফর্সা হতেই হবে! পুরুষতন্ত্রের নিয়মে গ্লুটাথিয়ন ইন… ভারতে দাম? বাপস…
July 2, 2025

Price Of Glutathione: AI এসে গেল, তবু ফর্সা হতেই হবে! পুরুষতন্ত্রের নিয়মে গ্লুটাথিয়ন ইন… ভারতে দাম? বাপস…

Price Of Glutathione: AI এসে গেল, তবু ফর্সা হতেই হবে! পুরুষতন্ত্রের নিয়মে গ্লুটাথিয়ন ইন… ভারতে দাম? বাপস…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত কয়েক দিনে অভিনেত্রী ও মডেল শেফালী জারীওয়ালার (Shefali Jariwala) অকাল মৃত্যু শুধু একাধিক অনুত্তরিত প্রশ্নই নয়, বরং ভারতের সৌন্দর্য, তারুণ্য এবং গায়ের রঙ নিয়ে অতিরিক্ত মোহের বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা ফের শুরু হয়েছে। তার মৃত্যুর পর উঠে আসা নানা তথ্যের মধ্যে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে দীর্ঘমেয়াদি এবং চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়াই তার অ্যান্টি-এজিং ও স্কিন হোয়াইটনিং ট্রিটমেন্ট গ্রহণ। বিশেষ করে, তিনি গ্লুটাথিয়ন (Glutathione) এবং ভিটামিন C ব্যবহার করা।

আরও পড়ুন, Shefali Jariwala’s Death: জেল্লা বাড়াতে গ্লুটাথিয়ন! সাপ্লিমেন্টই পেতেছিল শেফালীর মারণফাঁদ? রূপটানের ভরসাতেই…

পুলিস সূত্র অনুযায়ী, শেফালী প্রায় আট বছর ধরে এই ওষুধগুলো নিচ্ছিলেন, তবে প্রাথমিক চিকিৎসা পরামর্শের পর থেকে আর কোনও চিকিৎসকের তদারকি ছিল না। তার ঘরে বিভিন্ন জায়গায়- টেবিলের উপর, ড্রয়ারে, এমনকি ফ্রিজের ভিতরেও — প্রচুর পরিমাণে অ্যান্টি-এজিং ট্যাবটেল, মাল্টিভিটামিন এবং গ্লুটাথিয়নের ইনজেকশন পাওয়া গিয়েছে।

কেন গ্লুটাথিয়ন এবং ভিটামিন C এখন আলোচনায়

গ্লুটাথিয়ন এবং ভিটামিন C সাম্প্রতিক বছরগুলিতে ভারতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে, মূলত এদের যেসব গুণাগুণ প্রচার করা হয় — যেমন ত্বক উজ্জ্বল করা, দাগ কমানো এবং এমনকি বার্ধক্যের লক্ষণগুলো হ্রাস করার ক্ষমতা তার জন্য। এই উপাদানগুলি শুধুমাত্র ট্যাবলেট হিসেবেই নয়, বরং ইনট্রাভেনাস (IV) ড্রিপ এবং ইনজেকশনের মাধ্যমেও বিক্রি হয়। বিশেষজ্ঞদের মতে, সাধারণত এই ট্যাবলেট এবং IV ড্রিপ একসঙ্গে বিক্রি করা হয়, যাতে দ্রুত ও দৃশ্যমান ফল পাওয়া যায়।

তবে চিকিৎসকদের অনেকেই সতর্ক করেছেন যে এসব থেরাপির যথাযথ তদারকি না থাকলে তা মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া ডেকে আনতে পারে — যার মধ্যে রয়েছে যকৃতের সমস্যা, কিডনির ক্ষতি, হরমোনের ভারসাম্যহীনতা এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি। গ্লুটাথিয়নের বাজারে আর্থিক মূল্য ২০২৫ সালে আনুমানিক ৩২৪.৬ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০৩২ সালের মধ্যে যা বৃদ্ধি পেয়ে ৫৮৫.৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

এই বৃদ্ধির পেছনে প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে ত্বক উজ্জ্বল করার প্রবণতা, বার্ধক্য প্রতিরোধে আগ্রহ এবং সামাজিক মাধ্যমে সৌন্দর্যকেন্দ্রিক চাহিদার ক্রমবর্ধমান প্রভাব। বিশেষজ্ঞরা যদিও বলছেন, এই বাজারের বিস্তার সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা জরুরি, কারণ অপর্যাপ্ত চিকিৎসা পরামর্শ এবং অযাচিত ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি অনেক বেড়ে যেতে পারে।

তবে এই সমস্ত প্রচারের মধ্যেও গ্লুটাথিয়ন ও ভিটামিন C-এর উপকারিতা মূলত গল্পকথা- বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। বিশেষ করে ইনজেকশনের মাধ্যমে দীর্ঘমেয়াদি ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসা গবেষণা অত্যন্ত সীমিত। এর চেয়েও উদ্বেগজনক বিষয় হল, এই থেরাপিগুলোর সঙ্গে রয়েছে একাধিক ঝুঁকি। পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে অ্যালার্জিক প্রতিক্রিয়া, কিডনি ও লিভারের জটিলতা এবং ভুলভাবে বা নিজের ইচ্ছেমতো ব্যবহারের ফলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

ফর্সা ও তারুণ্যের পেছনে দৌড়

যেখানে স্বাস্থ্যঝুঁকিগুলো যথেষ্ট উদ্বেগজনক, সেখানে গ্লুটাথিয়নের মাধ্যমে ফর্সা ও তরুণ দেখানোর চেষ্টা আর্থিক দিক থেকেও অনেক ব্যয়বহুল। অনেক ভারতীয়রা এই তথাকথিত “ফর্সা” হাওয়ার জন্য মোটা টাকা খরচ করছেন।

গ্লুটাথিয়ন ও ভিটামিন C IV ড্রিপের খরচ:

যদিও এই থেরাপিগুলোর দাম ডোজের পরিমাণ ও সেবনের ধরণ অনুযায়ী ভিন্ন হয়, তবে আমরা একটি আনুমানিক হিসাব তুলে ধরছি—

  • একটি গ্লুটাথায়োন + ভিটামিন C IV সেশনের খরচ: ₹3,000 থেকে ₹10,000 (বা তারও বেশি)

  • প্রতিমাসে প্রস্তাবিত সেশন সংখ্যা: সাধারণত 4 থেকে 6 বার

  • মাসিক মোট খরচ: ₹15,000 থেকে ₹60,000+

  • বার্ষিক খরচ: ₹1.8 লাখ থেকে ₹7 লাখ পর্যন্ত

এ ছাড়াও অনেকে মাল্টিভিটামিন, অ্যান্টি-এজিং পিল ও অন্যান্য কসমেটিক থেরাপিতেও খরচ করেন, যার ফলে মোট ব্যয় আরও অনেক গুণ বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের জন্য এত টাকা খরচ এবং চিকিৎসক পরামর্শ ছাড়া এসব গ্রহণ করা ব্যক্তি ও সমাজ উভয়ের পক্ষেই মারাত্মক হতে পারে। যদিও বিভিন্ন শহরে এর দাম পরিবর্তন হতে পারে। 

নিরাপদ চিকিৎসা নয়, যদি কেউ নেন নিজের মতো করে (DIY) পথ — তাহলে খরচ কেমন?

অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিজেই গ্লুটাথিয়ন গ্রহণের পথ বেছে নিচ্ছেন -যা আরও বেশি বিপজ্জনক। তবু বাজারে এই ধরনের প্রোডাক্ট অনায়াসেই পাওয়া যাচ্ছে। নিচে একটি সাধারণ মূল্য তালিকা দেওয়া হল:

 ট্যাবলেট (ডিআইওয়াই রুট) উপাদান: প্রতি ট্যাবলেটে ৬০০ মি.গ্রা. গ্লুটাথায়োন + ভিটামিন

প্যাকেজ: ৩০টি ট্যাবলেট (প্রতি টিউবে ১৫টি করে, মোট ২টি টিউব)

দাম: ₹৫,০০০ (প্রতি মাসের খরচ)

ইনজেকশন কিট

বিবরণ: একটি ভায়াল সম্বলিত একটি বক্স

দাম: ₹৭,৮০০ (শুধুমাত্র একটি ইনজেকশনের জন্য)

তবে চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া এই ধরনের ইনজেকশন বা ওষুধ ব্যবহার জীবনঘাতী হতে পারে। গ্লুটাথিয়ন ইনজেকশন স্বাস্থ্য মন্ত্রকের স্পষ্ট নিয়মাবলী অনুযায়ী ব্যবহার করতে হয় এবং তা শুধুমাত্র অভিজ্ঞ চিকিৎসকদের অধীনে দেওয়া উচিত। সৌন্দর্যের এই “ডিআইওয়াই অভিযান” অনেক সময় শরীরের জন্য মারাত্মক ঝুঁকি ডেকে আনে, যার খেসারত হতে পারে অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি বা চরম ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত।

আরও পড়ুন, Shefali Jariwala’s death probe: স্বাভাবিক মৃত্যু? বাড়িতে মিলল যৌবন ধরে রাখার ওষুধ! শেফালীর হার্ট অ্যাটাক কী তাহলে… 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link