NOW READING:
রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে SF থমথমে যাদবপুর
March 3, 2025

রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে SF থমথমে যাদবপুর

রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে SF থমথমে যাদবপুর
Listen to this article



<p>ABP Ananda Live: যাদবপুরকাণ্ডের প্রতিবাদে আজ রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে SFI। আর এই ধর্মঘটকে কেন্দ্র করে মেদিনীপুর কলেজে বেঁধে গেল তুলকালাম। সংঘর্ষে জড়ালেন SFI ও TMCP-র সদস্যরা।</p>
<p>ধর্মঘটের সমর্থনে SFI সদস্যরা কলেজের ১ নম্বর গেটের সামনে অবস্থান করছিলেন। অভিযোগ, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে বহিরাগতরা জোর করে ঢোকার চেষ্টা করে। এই নিয়ে দু&rsquo;পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। কয়েকজন জখমও হন। TMCP-র সদস্যরা কয়েকজন SFI সদস্যকে টেনে-হিঁচড়ে গেট থেকে তুলে দেন। পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে সিপিএমের ছাত্র সংগঠন। কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুলিশ বারবার ক্যাম্পাসে ঢুকছে বলে SFI-এর অভিযোগ।&nbsp;</p>
<p>যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল বিক্ষোভ, বিভিন্ন বিভাগে তালা। ক্লাস বয়কট। অন্তর্বর্তী উপাচার্যের বিরুদ্ধে স্লোগান ছাত্র-ছাত্রীদের। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ।</p>



Source link