জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘গোল্ডেন স্ল্যাম’! স্টেফি গ্রাফ, আন্দ্রে আগাসি, রাফায়েল নাদাল আর রজার ফেডেরারের সঙ্গে জুড়ে গেল নোভাক জোকোভিচের নামও। ৩৭ বছর বয়সে অবশেষে অলিম্পিক্সে সোনা জিতলেন সার্বিয়ার তারকার। ফাইনালে হারিয়ে দিলেন স্পেনের কার্লোস আলকারাজ়।

আরও পড়ুন:  Lakshya Sen | Paris Olympics 2024: সোনা-রূপোয় ‘লক্ষ্য’চ্যুত! ব্রোঞ্জের জন্য লড়াই সোমে…

টেনিসে ইতিহাসে ওপেন যুগের অন্যতম সফল খেলোয়াড়  নোভাক জোকোভিচ। টেনিস সব  গ্র্যান্ড স্ল্যামই জেতা হয়ে গিয়েছে। একবার নয়, একাধিকবার। কিন্তু সব সাফল্যই যেন ফিকে যেত অলিম্পিক্সের মঞ্চে। প্যারিসের আগে অলিম্পিক্সে নেমেছিলেন মোট ৬ বার। কিন্তু অধরাই ছিল সোনা, কিন্ত আর থাকল না।  স্বপ্ন সফল হল রবিবার।

 

খাতা-কলমে ২ সেটের জয়। তবে লড়াইটা সহজ ছিল না একেবারেই। ফাইনালে নোভাকে প্রতিপক্ষ ছিলেন স্পেনের তরুণ তুর্কি কার্লোস আলকারাজ়। চলতি ফাইনালে সার্বিয়ান তারকা হারিয়েই যিনি উইম্বলডন জিতেছেন। সেই হারের ক্ষত তো ছিলই, সঙ্গে অলিম্পিকের সোনা জয়ের খিদেও। গোটা ম্যাচে প্রতিপক্ষকে এক ইঞ্চিও জমি ছাড়লেন না নোভাক। কারণ, তিনি জানতেন এটাই শেষ সুযোগ। দুটি সেটই গড়াল টাইব্রেকারে।

অলিম্পকের সোনা তখন পকেটে। এদিন ম্যাচ শেষে কোর্টেই কান্নায় ভেঙে পড়েন জোকোভিচ। এরপর সার্বিয়া পতাকা নিয়ে সোজা গ্য়ালারিতে। ছোট মেয়েকে কোলে নিয়ে আবার কান্না। টেনিসে চার গ্র্যান্ড স্লাম আর অলিম্পিকে সোনা জয়কে বলা হয়  ‘গোল্ডেন স্ল্যাম’। এদিন বিশ্বের পঞ্চম টেনিস খেলোয়াড় হিসেবে সেই নজিরও গড়লেন  জোকোভিচ।  বাকি চারজন হলেন  স্টেফি গ্রাফ, আন্দ্রে আগাসি, রাফায়েল নাদাল আর রজার ফেডেরার।

আরও পড়ুন:  Hockey | Paris Olympics 2024: ১০ জনে খেলেও বাজিমাত! ব্রিটেনকে হারিয়ে অলিম্পিক্সে হকির সেমিফাইনালে ভারত…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *