কলকাতা : ৪২দিনের কর্মবিরতি, ১১ দিনের ধর্নার পরে ফের কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা ? সরকারকে ডেডলাইন দিয়ে ফের কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তাঁরা। সোমবার বিকেল পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন দেওয়া হয়েছে। সাগর দত্ত মেডিক্যালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের উপর হামলার ঘটনায় সুরক্ষার দাবিতে পুজোর মুখে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। রাজ্য সরকারের অবস্থানের দিকে তাকিয়ে সোমবার বিকেল পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। এর পাশাপাশি কাল বিকেলে সব মেডিক্যাল কলেজ থেকে মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে। সুরক্ষা সংক্রান্ত দাবি মানা না হলে ফের পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি। কিছুক্ষণ আগেই জুনিয়র চিকিৎসকদের তরফে ঘোষণা করে দেওয়া হল, ৩০ সেপ্টেম্বর বিকেল থেকে ফের সারা রাজ্যে কর্মবিরতিতে যেতে চলেছেন তাঁরা। কিন্তু, ৩০ সেপ্টেম্বর বিকেল থেকে কেন ? জুনিয়র চিকিৎসকদের বক্তব্য, আগামী সোমবার অর্থাৎ ৩০ সেপ্টেম্বর আরজি কর মামলায় সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। সেই শুনানিতে কী হয় তা দেখে নেওয়ার পরেই বিকাল থেকে একেবারে সারা রাজ্যে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
কামারহাটির সাগর দত্ত মেডিক্যালে রোগীমৃত্যুর অভিযোগে চলে তাণ্ডব। পুলিশের সামনেই ফিমেল মেডিসিন ওয়ার্ডে ঢুকে মহিলা জুনিয়র চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মারধরের অভিযোগ ওঠে মৃতের আত্মীয়দের বিরুদ্ধে। হামলার প্রতিবাদে গতকাল রাত থেকেই অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান নার্সরা। হামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে কামারহাটি থানার পুলিশ।
নিরাপত্তা-সুরক্ষা নিয়ে আশ্বাস মিলেছিল। কিন্তু তার বাস্তবায়ন হয়েছে কি ? সাগর দত্ত মেডিক্য়ালে কর্মরত জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ঘটনা, এই আশ্বাস নিয়ে ফের একবার প্রশ্ন তুলে দিয়েছে। গালভরা আশ্বাসই কি সার ? সুরক্ষা যে এখনও অধরা, ফের তা কার্যত প্রমাণ করে দিল সাগর দত্ত মেডিক্যাল কলেজের ছবি।
৯ অগাস্ট আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের পর কেটে গেছে ৫০ দিন। নিহত চিকিৎসকের বিচারের পাশাপাশি আন্দোলনরত চিকিৎসকরা বারবার যে দাবি তুলেছিলেন, তা হল কর্মক্ষেত্রে তাঁদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি থেকে শুরু করে কালীঘাটে মুখ্য়মন্ত্রীর সঙ্গে প্রায় ৫ ঘণ্টা বৈঠকেও উঠে এসেছিল এই নিরাপত্তার প্রশ্ন। কিন্তু, সাগর দত্ত মেডিক্য়ালে কর্মরত জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ঘটনা, এই আশ্বাস নিয়ে ফের একবার প্রশ্ন তুলে দিল।
মুখ্য়মন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের মিনিটসে উল্লেখ ছিল যে, হাসপাতাল ও মেডিক্য়াল কলেজের ভিতরে সুরক্ষার বিষয়টি দেখার জন্য় মুখ্য়সচিবের নেতৃত্বে টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে সরকার। এমনকী, যে সাগর দত্ত মেডিক্যালে শুক্রবার তাণ্ডব চলল, সেখানেই ১৮ সেপ্টেম্বর, উদ্বোধন করা হয় পুলিশের আউটপোস্টের। সংস্কার করা হয় পুলিশ ব্য়ারাক। তার ৯দিনের মাথায় এই সাগর দত্তেই আক্রান্ত হলেন জুনিয়র চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন