NOW READING:
Hina Khan: বালিশে চুল! ক্য়ানসারের লড়াইয়ে ছোট চুলও ঝরে যাচ্ছে, অসহ্য ব্যথা, কঠিন সিদ্ধান্ত হিনার…
August 2, 2024

Hina Khan: বালিশে চুল! ক্য়ানসারের লড়াইয়ে ছোট চুলও ঝরে যাচ্ছে, অসহ্য ব্যথা, কঠিন সিদ্ধান্ত হিনার…

Hina Khan: বালিশে চুল! ক্য়ানসারের লড়াইয়ে ছোট চুলও ঝরে যাচ্ছে, অসহ্য ব্যথা, কঠিন সিদ্ধান্ত হিনার…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চুল ছোট করেছিলেন কিন্তু তাও সমস্যার সমাধান হয়নি। তাই এবার বিরাট সিদ্ধান্ত নিলেন হিনা খান। স্তন ক্যান্সারের সঙ্গে লড়াই করছে হিনা। বেশ কিছুদিন ধরেই চলছে চিকিৎসা। কেমোথেরাপির কারণে তাঁর চুল পড়া শুরু হয়। সেই কারণেই কয়েকদিন আগে চুল কেটে ফেলে এবং বয়েজ কাট হেয়ারস্টাইলও করেছিলেন। কিন্তু এবার সেটাও রাখলেন না। 

আরও পড়ুন, Bangladesh Quota Movement: কোটা আন্দোলন চেনাচ্ছে শিল্পীদের, এবাংলা-ওবাংলার তফাত শুধু শিরদাঁড়ায়!

ভিডিয়োয় দেখা যাচ্ছে, মুঠো মুঠো চুল উঠে গিয়েছে হিনার। ঘরের মেঝেতে অথবা বালিশে পড়ে রয়েছে চুলের গোছা। এই মানসিক যন্ত্রণা দূর করতে মাথা ন্যাড়া করলেন হিনা। বৃহস্পতিবার রাতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিয়ো শেয়ার করেছেন হিনা। হিনার ক্যানসার এই মুহূর্তে স্টেজ থ্রি পর্যায়ে রয়েছে। 

আরও পড়ুন, Salman Khan: ‘সলমানকে মেরে ইতিহাস গড়…’, শ্যুটারদের ভোকাল টনিক বিষ্ণোইয়ের, প্রকাশ্যে অডিও ক্লিপ…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link