NOW READING:
সব ঝামেলার অবসান? আগামী আইপিএলের মুম্বইতেই কি থাকছেন রোহিত?
September 5, 2024

সব ঝামেলার অবসান? আগামী আইপিএলের মুম্বইতেই কি থাকছেন রোহিত?

সব ঝামেলার অবসান? আগামী আইপিএলের মুম্বইতেই কি থাকছেন রোহিত?
Listen to this article


মুম্বই: গত আইপিএলের (IPL 2025) আগে মিনি নিলামের সময় থেকেই দূরত্ব তৈরি হয়েছিল। রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে নাকি ব্যবধান বাড়িয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে হার্দিক পাণ্ড্যকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তাতে আখেরে লাভের লাভ কিছুই হয়নি। মুম্বই লিগ টেবিলে সবার নীচে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল গত আইপিএলে। রোহিতও ঈঙ্গিত দিয়েছিলেন যে তিনি এই মরশুমে আর মুম্বই ইন্ডিয়ান্সে থাকবেন না। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর নাকি অনেক কিছুই বদলেছে। নতুন মরশুমে রোহিতকে দলে রাখতে উঠেপড়ে লেগেছে মুম্বই ফ্র্য়াঞ্চাইজি।

এই মুহূর্তে মুম্বই শিবিরে খোঁজ করলে অবশ্য শোনা যাচ্ছে যে হয়ত রোহিত আগামী মরশুমে মুম্বইতেই থাকতে পারেন। তাঁকে রিটেন করতে পারে ফ্র্যাঞ্চাইজি। যে সমস্য়া হয়েছিল ২ পক্ষের মধ্যে, তা নাকি প্রায় মিটে গিয়েছে। আর এই নিয়ে রোহিতের সঙ্গে ব্যক্তিগত স্তরে কথা বলেছিলেন নীতা আম্বানি ও আকাশ আম্বানি। রোহিতই কি সেক্ষেত্রে অধিনায়ক থাকবেন? আগের মরশুমে হার্দিক অধিনায়ক হিসেবে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। এবার হার্দিক যদি থাকেন, তবে সূর্যকুমার যাদব ও যশপ্রীত বুমরার মধ্যে একজনকে অধিনায়ক করা হতে পারে। সূর্য দৌড়ে এগিয়ে। কারণ তিনি জাতীয় দলেও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে এই মুহূর্তে অধিনায়ক। আর রোহিত শর্মাও জানিয়েছিলেন যে সূর্যকুমারের অধিনায়কত্বে খেলতে তাঁর কোনও সমস্যা নেই। 

উল্লেখ্য়, কিছুদিন আগে একটি খবর প্রকাশিত হয়েছিল, রোহিতকে নিলামে কেনার জন্য নাকি ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে লখনউ ম্যানেজমেন্ট। তবে এই জল্পনায় জল ঢেলে দিলেন লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। তিনি সাফ জানিয়ে দিলেন এত দাম দিয়ে একজন ক্রিকেটারকে নিলে দল গঠন কার্যত অসম্ভব। গোয়েঙ্কা বলেন, ‘রোহিত শর্মা কি আদৌ নিলামে উঠবেন? সেটা কেউ জানেন? এইসব গুজবের কোনও ভিত্তি নেই। রোহিত শর্মাকে মুম্বই ইন্ডিয়ান্স ছাড়বে কি না, তিনি আদৌ নিলামে উঠবেন কি না, সেই নিয়ে কোনও নিশ্চয়তা নেই। আর তেমনটা হলেও, মোট বরাদ্দ টাকার ৫০ শতাংশ যদি একজন ক্রিকেটারকে কিনতে লাগিয়ে দেওয়া হয় তাহলে বাকি ২২ জন খেলোয়াড়কে কিনব কী করে?’

 

আরও দেখুন



Source link