<p>RG Kar News: আর জি কর কাণ্ডে আরও চাপ বাড়াচ্ছেন চিকিৎসকরা। বেনজির মানববন্ধনের পর এবার এসএসকেএমে কনভেশন। আর জি কর কাণ্ডের প্রতিবাদে নিভল আলো। জুনিয়র ডাক্তারদের ডাকে সাড়া দিয়ে রাজ্য জুড়ে বেনজির প্রতিবাদ। আলো নিভল রাজভবন থেকে ভিক্টোরিয়াও। দিন বদলের স্বপ্নে রাত দখল। ১ ঘণ্টার জন্য নামল আঁধার। বিচারের দাবিতে হাতে মোমবাতি, মশাল নিয়ে প্রতিবাদে এক সুর কলকাতা থেকে কোচবিহার।২০০৭ সালে রিজওয়ানুর রহমানের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা গিয়েছিল তাঁর পরিবারের সঙ্গে কী করেছিল পুলিশ? এদিন নির্যাতিতার পরিবারের অভিযোগের পর সেটাই মুখ্য হয়ে দেখা গিয়েছে। তদন্তের ক্ষেত্রে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তো আসবেই, তবে তার আগে কলকাতা পুলিশকে নির্যাতিতার পরিবারের অভিযোগের জবাব দিতে হবে। পরিবারের লোক বলছে তাঁদের ইচ্ছে ছিল দেহ রাখার। তাঁদের বাড়ির মেয়ের মৃত্যু হয়েছে, ফলে দেহ নিয়ে কী করা হবে সেই সিদ্ধান্ নেওয়ার ১০০ শতাংশ অধিকার পরিবারের আছে, কেন তাদের ইচ্ছের কথা শোনা হল না। পুলিশ কেন টাকা অফার করেছিল পরিবারকে? উঠছে সেই প্রশ্নও। নির্যাতিতার পরিবারের যে অভিযোগ সামনে এসেছে, তাতে ধাক্কা লেগেছে কলকাতা পুলিশের বিশ্বাসযোগ্যতার উপর।</p>



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *