জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খুব কাছাকাছি দুই মুখ! হাতে ধরা ধূসর রঙের আই-ফোন, মিরর সেলফি-তে চুঁয়ে পড়ছে নিখাদ আবেগ। ফ্রেম বন্দি আরজে মহভাশ ও যুজবেন্দ্র চাহাল (RJ Mahvash-Yuzvendra Chahal), মহভাশের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ছবি। ছবির উপরের শব্দচয়নও চোখ টেনেছে। লেখা আছে ‘হোয়াট আ ট্যালেন্টেড ম্যান, হায়েস্ট উইকেটটেকার অফ আইপিএল ফর আ রিজন, অসম্ভব’! বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়, ‘কী প্রতিভাবান মানুষ, সাধে কী আর আইপিএলের সর্বাধিক উইকেটশিকারি, অসম্ভব।’
আরও পড়ুন: নাইটদের লজ্জার হার, ময়নাতদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য! শাহরুখের দলের দুই তারকারই…
সুন্দরী রেডিয়ো জকি ও ভারতীয় দলের ব্রাত্য স্পিনারের সম্পর্ক নিয়ে, আজ গোটা দেশের গল্পপ্রিয় মানুষের বিস্তর চর্চা! ধনশ্রী ভার্মার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকেই চাহালের সঙ্গে প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে মহভাশকে। গত মঙ্গলবার পঞ্জাবের মুল্লানপুরে লজ্জার হারের সাক্ষী থেকেছে কলকাতা নাইট রাইডার্স। পঞ্জাব কিংসের ১১১ রান তাড়া করে কলকাতা মাত্র ৯৫ রানে অলআউট হয়ে গিয়েছিল। আর এই ম্যাচে ফের একবার কামাল করেছেন চাহাল। নির্দিষ্ট কোটার চার ওভার বল করে ২৮ রান হজম করে তুলে নিয়েছেন ৪ উইকেট। হয়েছেন ম্যাচের সেরাও। মহভাশকে যদিও একাধিকবার নিজেকে সিঙ্গল বলেই দাবি করেছেন। পাশাপাশি বলেছেন যে, চাহাল তাঁর ভালো বন্ধুই। কিন্তু এখন একটাই প্রশ্ন, মহভাশ কি বারবার চাহালের সঙ্গে ছবি-ভিডিয়ো শেয়ার করেই তাঁদের সম্পর্কে সিলমোহর দিচ্ছেন!
মহভাশ, তাঁর সঙ্গে চাহালের সেলফি পোস্ট করেই পারফরম্যান্সের বন্দনা করেছেন। মহভাশকে নিয়মিত পঞ্জাবের খেলায় মাঠে পাওয়া যাচ্ছে। তিনি চাহালের হয়ে গলা ফাটাচ্ছেন প্রতি ম্যাচে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও চাহাল-মহভাশের ইনস্টা রিলসও ভাইরাল হয়েছিল। মহভাশ, পেশায় এক বেসরকারি রেডিয়ো স্টেশনের জকি। জানা যায় যিনি নাকি ‘বিগ বস’ সিজন ১৪, নেটফ্লিক্স সিরিজ এবং সিনেমার প্রস্তাবও ফিরিয়েছেন শুধু রেডিয়োকে ভালোবেসে। রেডিয়োর দুনিয়ায় এখন মহভাশ পরিচিত নাম। যিনি স্টুডিয়ো থেকে দীপক কালালকে বার করে দিয়ে রাতারাতি ভাইরাল হয়েছিলেন। ইনস্টায় মহভাশের ১.৭ মিলিয়ন ফলোয়ার্সও রয়েছে। তাঁকে ভারতের প্রথম মহিলা প্র্যাংকস্টার হিসেবেও ধরা হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)