NOW READING:
আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে বৈঠক করলেন RG কর হাসপাতালে অধ্যক্ষ। কী জানালেন স্বাস্থ্য সচিব?
August 10, 2024

আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে বৈঠক করলেন RG কর হাসপাতালে অধ্যক্ষ। কী জানালেন স্বাস্থ্য সচিব?

আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে বৈঠক করলেন RG কর হাসপাতালে অধ্যক্ষ। কী জানালেন স্বাস্থ্য সচিব?
Listen to this article



<p>ABP Ananda LIVE: আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যক্ষের বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা।&nbsp;পুলিশের কর্তারাও উপস্থিত ছিলেন। কর্তব্যরত মহিলা চিকিৎসককে খুনের প্রতিবাদে নিরাপত্তার দাবিতে RG করে মিছিল PGT চিকিৎসকদের। আজ কর্মবিরতির ডাক। ন্যাশন্যাল মেডিক্যালে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে RG কর হাসপাতালে তৈরি হয়েছে অচলাবস্থা। শুধু জরুরি বিভাগে মিলছে পরিষেবা। রোগী হয়রানির ছবি স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে।&nbsp; আরও খবর, আরজি কর হাসপাতালেই অন ডিউটি মহিলা চিকিৎসক খুনের ঘটনায় আটক ১। খুনই করা হয়েছে আরজি করে হাসপাতালের মহিলা চিকিৎসককে। মিলেছে চিকিৎসককে যৌন নির্যাতনের প্রমাণ, সূত্র লালবাজার। নাক, মুখে জমাট রক্ত, গোপনাঙ্গে ক্ষতের চিহ্ন, চোখ থেকেও রক্তক্ষরণ, শরীরে ১০ রকমের আঘাতের চিহ্ন। ‘মহিলা চিকিৎসকের শরীরের নানা জায়গায় একাধিক আঘাত । ২ পা থেকেই রক্তপাত, মুখ, পেটে আঘাতের চিহ্ন। শরীরে মিলল নখের আঘাতের চিহ্ন। বিছানায় ছড়িয়ে রক্ত, ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল চুল। মৃতার গোপনাঙ্গ থেকেও রক্তপাত, সূত্র হাসপাতাল । মহিলা চিকিৎসকের ঠোঁট, ডান হাত, গোড়ালিতে আঘাতের চিহ্ন। মহিলা চিকিৎসকের অনামিকাতেও ক্ষত চিহ্ন। ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে ছত্রে ছত্রে নির্যাতনের। বিবস্ত্র অবস্থায় দেহ উদ্ধার, ঊর্ধাঙ্গে ছিল না পোশাক, কিছু দূরে নিম্নাঙ্গের পোশাক। হাসপাতালেই অকথ্য অত্যাচার করে চিকিৎসক খুন, জানতেই পারল না কেউ! মহিলা চিকিৎসকের পরিচিতই আততায়ী, প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।</p>



Source link