NOW READING:
আজ অভয়ার জন্মদিন, মেয়ের মৃত্যুর বিচারের দাবিতে পথে নামছেন সন্তানহারা মা-বাবা
February 9, 2025

আজ অভয়ার জন্মদিন, মেয়ের মৃত্যুর বিচারের দাবিতে পথে নামছেন সন্তানহারা মা-বাবা

আজ অভয়ার জন্মদিন, মেয়ের মৃত্যুর বিচারের দাবিতে পথে নামছেন সন্তানহারা মা-বাবা
Listen to this article



<p><strong>কলকাতা:</strong> আজ অভয়ার জন্মদিন। মেয়ের জন্মদিনে বিচার চেয়ে আজ ফের পথে অভয়ার পরিবার। মিছিলে হাঁটবেন সন্তানহারা মা-বাবা। মৃত্যুচ ৬ মাসে সন্তানহারা মা-বাবার আক্ষেপ, আর জি করে ভর্তি না করালে মেয়েটা বেঁচে যেত।&nbsp;</p>
<p>আর জি কর-কাণ্ডের ৬ মাস, আজ অভয়ার জন্মদিন। মেয়ের মৃত্যুর বিচার চেয়ে পথে নামছেন নিহত চিকিৎসকের মা-বাবা। সোদপুরে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। অভয়া ক্লিনিক চলেছে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এরপর দুপুর ৩টেয় কলেজ স্কোয়ার থেকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে অভয়া মঞ্চ। মিছিলের শিরোনাম, &lsquo;জন্মদিনের মৃত্যুঋণ&lsquo;। বিকেল ৪টেয় আর জি কর মেডিক্যাল কলেজে মূল অনুষ্ঠান। অনুষ্ঠানের শিরোনাম, &lsquo;জন্মদিনে অঙ্গীকার, বাংলার মেয়ের সুবিচার&rsquo;।&nbsp;</p>
<p><strong>আরও পড়ুন: <a title="Jyotipriyo Mullick: ফের স্বমহিমায়, পদযাত্রা করে হাবরা পুরসভায় গেলেন জ্যোতিপ্রিয় মল্লিক" href="https://bengali.abplive.com/district/habra-municipality-tmc-jyotipriya-mallick-back-to-his-work-again-1119563" target="_self">Jyotipriyo Mullick: ফের স্বমহিমায়, পদযাত্রা করে হাবরা পুরসভায় গেলেন জ্যোতিপ্রিয় মল্লিক</a></strong></p>



Source link