NOW READING:
‘সবকিছু টাকা দিয়ে ঢাকা যায়’, তিলোত্তমার পরিবারকে বেলাগাম আক্রমণ মদনের
January 28, 2025

‘সবকিছু টাকা দিয়ে ঢাকা যায়’, তিলোত্তমার পরিবারকে বেলাগাম আক্রমণ মদনের

‘সবকিছু টাকা দিয়ে ঢাকা যায়’, তিলোত্তমার পরিবারকে বেলাগাম আক্রমণ মদনের
Listen to this article


RG Kar News: ‘সবকিছু টাকা দিয়ে ঢাকা যায়’, তিলোত্তমার পরিবারকে বেলাগাম আক্রমণ মদনের। কুণাল, ফিরহাদের পর এবার মদন, আর জি করে নির্যাতিতার পরিবারকে আক্রমণ কামারহাটির বিধায়কের।

 

‘ শিক্ষার কী অবস্থা ?’ SFI-র বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার, ‘পুলিশের লাঠিচার্জ’, আহত একাধিক মহিলা কর্মী !

 

 

শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নের দাবিতে এসএফআই-এর বিকাশ ভবন অভিযান। গার্ড রেল দিয়ে পুলিশ মিছিল আটকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আহত একাধিক মহিলা SFI সমর্থক। মহিলা পুলিশ ছাড়াই লাঠিচার্জের অভিযোগ উঠেছে।  প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ এসএফআই সমর্থকদের। আটক একাধিক। প্রিজন ভ্যানে তুলতেই তাঁদের দাবি,  তাঁদের যে কর্মী এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়েছে, তাঁকে নামাতে হবে। রীতিমত অ্য়াম্বুলেন্স নিয়ে, তাঁকে চিকিৎসা করাতে হবে বলে দাবি তুলেছেন তাঁরা। 

আটক হওয়া এক মহিলা SFI কর্মী প্রিজন ভ্যানে দাঁড়িয়েই বিস্ফোরক প্রশ্ন তোলেন, ‘আটক করছেন কেন ? বাড়িতে ছেলেমেয়ে নেই ? এই দলদাস পুলিশ এই চোরেদের পাশে দাঁড়াচ্ছে। এই পুলিশ, মহিলা পুলিশ ছাড়া ছাত্রীদের বুকে-পিঠে হাত দিয়ে, গ্রেফতার করছে। এখানে দাঁড়িয়ে ধর্ষকদের শাস্তি হয় না। কারণ পুলিশ এবং প্রশাসন প্রত্যেকেই, এক একজন Potential Rapist ‘ !



Source link