NOW READING:
‘ঈশ্বর বিচার করলেন’, সন্দীপ ঘোষের গ্রেফতারের দিনই পোস্ট শান্তনু সেনের
September 2, 2024

‘ঈশ্বর বিচার করলেন’, সন্দীপ ঘোষের গ্রেফতারের দিনই পোস্ট শান্তনু সেনের

‘ঈশ্বর বিচার করলেন’, সন্দীপ ঘোষের গ্রেফতারের দিনই পোস্ট শান্তনু সেনের
Listen to this article


কলকাতা: টানা ১৫ দিন জিজ্ঞাসাবাদ, বাড়িতে তল্লাশি, পলিগ্রাফ টেস্টের পর আর জি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই।  

তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের ঘটনায় লাগাতার আন্দোলনে প্রবল চাপের মুখে ১২ অগাস্ট সকালে আর জি কর মেডিক্যাল কলেজ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। যদিও, এর কয়েকঘণ্টার মধ্য়েই তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হয়। আন্দোলনের মুখে যোগ দিতে পারেননি সন্দীপ ঘোষ। 

ন্যাশনাল মেডিক্যাল কলেজের প্রশাসনিক ভবনে অধ্যক্ষের ঘরে তালা লাগিয়ে দেন আন্দোলনকারীরা। পরদিনই, কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েন আর জি কর মেডিক্যালসের প্রাক্তন অধ্যক্ষ।  প্রধান বিচারপতির বেঞ্চ কার্যত হুঁশিয়ারি দেয়, সন্দীপ ঘোষকে লম্বা ছুটিতে না পাঠালে ব্যবস্থা নেবে আদালত। অন্যদিকে, এদিনই আর জি করে খুন-ধর্ষণ মামলায় তদন্তভার হাতে সিবিআই। 

এর পরপরই, সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ শুরু করে CBI. এর মাঝেই সামনে আসে আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির দুর্নীতির বিস্ফোরক সব অভিযোগ। টানা ১৫ দিন ধরে আসা-যাওয়া চলছিলই। এরপরই সোমবার সন্ধেয় আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করল CBI।                                        

তৃণমূল নেতা শান্তনু সেন লিখেছেন,  ঈশ্বর বিচার করবেন, প্রমাণ হল আমি ভুল বলিনি। সঠিক জায়গায় দুর্নীতির তথ্যগুলো অনেক আগেই জানিয়েছিলাম।                                         

পাশাপাশি, সন্দীপ ঘোষের গ্রেফতারির পর ভাঙা উইকেটের ছবি পোস্ট করে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় সোশাল মিডিয়ায় লিখেছেন, মিডল স্টাম্প উপড়ে গেল। এরপর কী? আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই। এবার চিকিৎসকের ধর্ষণ-খুন মামলায় কী উঠে আসে সেদিকেই সবার নজর।

এদিন এবিপি আনন্দের ‘ঘণ্টাখানেক সঙ্গে সুমন’ অনুষ্ঠানে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, ‘শান্তনু সেনের এতদিন পর সিবিআইকে ঈশ্বর মনে করেছেন। এবার উনি পরিষ্কার করে বলে দিন শয়তান উনি কাকে মনে করেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও দেখুন



Source link