Mir Afsar Ali: ‘আপনার নৈতিক কর্তব্য চিকিৎসকদের পাশে দাঁড়ানোর’, বললেন মীর। এবিপি আনন্দের যুক্তি-তক্কো অনুষ্ঠানে এদিন তিনি চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানান। তিনি বলেন, ‘আন্দোলন ন্যায্য, দাবিও ন্যায্য। কিন্তু এভাবে যদি কর্মবিরতি করে আন্দোলন চালানো হয় তাহলে তার ফল ভুগবেন গরীব মানুষ। কারণ সবাই প্রাইভেট হাসপাতালে গিয়ে চিকিৎসার সামর্থ্য থাকে না। যুক্তি-তক্কো অনুষ্ঠানে মীর বলেন, ‘আমরা সাধারণ মানুষ সবসময় অন্ধকারেই থেকেই যায়। কারণ আমাদের আর কোন উপায় নেই।’ মীর বলেন, আমি একজন ডাক্তারের স্বামী, আমি দেখেছি আমার স্ত্রী কীভাবে কোরোনার সময় আমার স্ত্রী কাজ করেছেন। আমরা ভাবতাম যায় হোক আমরা কোন মন্তব্য কোন মন্তব্য করব না। কিন্তু এটা সিস্টেমের গলদ। মানুষ বদল চাইছে সিস্টেমে। সবসময় মানুষ চায় না যে সরকারের বদল হোক। ডাক্তাদের বলছি আপনাদের আন্দোলন যেন হাইজ্যাক না হয়ে যায়।’