NOW READING:
আর জি কর থেকে ‘বদলি’ সন্দীপ ঘোষের স্ত্রী’র, কোথায় পাঠানো হল?
January 30, 2025

আর জি কর থেকে ‘বদলি’ সন্দীপ ঘোষের স্ত্রী’র, কোথায় পাঠানো হল?

আর জি কর থেকে ‘বদলি’ সন্দীপ ঘোষের স্ত্রী’র, কোথায় পাঠানো হল?
Listen to this article



<p><strong>সন্দীপ সরকার, কলকাতা :</strong> এবার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে বদলি করা হল সন্দীপ ঘোষের স্ত্রীকে। জানা গিয়েছে, সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষকে বদলি করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন সঙ্গীতা ঘোষ। তাঁকে বদলি করা হয়েছে বেলেঘাটা আইডির মাইক্রোবায়োলজি বিভাগে। আজই স্বাস্থ্য ভবন থেকে বেরিয়েছে সঙ্গীতা ঘোষের বদলির অর্ডার। আজ থেকেই কার্যকর হচ্ছে এই অর্ডার। আর জি কর মেডিক্যালে মাইক্রোবায়োলজি বিভাগে অ্যাসিসট্যান্ট প্রফেসর পদে নিযুক্ত ছিলেন সন্দীপ ঘোষের স্ত্রী। এবার তাঁকে বদলি করা হয়েছে বেলেঘাটা আইডির মাইক্রোবায়োলজি বিভাগে। সেখানেও অ্যাসিসট্যান্ট প্রফেসর পদেই নিযুক্ত হবেন তিনি।&nbsp;</p>
<p>আর্থিক দুর্নীতি মামলায় জেলে গিয়েছিলেন আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর জি কর মেডিক্যালে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনাতেও একাধিক গুরুতর অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। ক্রাইম সিন থেকে তথ্য প্রমাণ লোপাটের মতো গুরুতর অভিযোগ উঠেছে আর জি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে। ৯০ দিন জেলবন্দি ছিলেন তিনি। কিন্তু সেই সময়ের মধ্যে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করতে পারেনি বলে জামিন পেয়ে যান সন্দীপ ঘোষ।&nbsp;</p>
<p>গত ৯ অগস্ট কলকাতা শহরের প্রতিষ্ঠিত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল আর জি করে এক পিজিটি পড়ুয়াকে নৃশংস ভাবে ধর্ষণ করে খুন করা হয়। হাসপাতালের মধ্যেই মহিলা চিকিৎসকের এমন পরিণতিতে শিউরে উঠেছিলেন সকলে। রাজ্য, দেশ পেরিয়ে সাগর পাড়েও উঠেছিল প্রতিবাদের ঝড়। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে গর্জে উঠেছিলেন সমাজের সব স্তরের মানুষ। আর জি করে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার সময়ে সেখানকার অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ। তাঁর বিরুদ্ধেও ভুরিভুরি অভিযোগ উঠেছিল সেই সময়। প্রথমে তথ্য প্রমাণ লোপাট, পরবর্তীতে আর্থিক দুর্নীতি। জেলেও থেকেছেন সন্দীপ ঘোষ। কিন্তু নির্দিষ্ট সময় সীমার মধ্যে চার্জশিট জমা দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ফলে জামিন পেয়ে যান তিনি। তবে বাতিল হয়েছে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন। সমস্ত পদ থেকে তাঁকে বরখাস্তও করা হয়েছে। কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা একাধিক গুরুতর অভিযোগের কোনওটাই এখনও প্রমাণই করতে পারেনি পুলিশ-প্রশাসন। স্বভাবতই এই ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ থেকে চিকিৎসকমহল।&nbsp;</p>



Source link