১। আর পুলিশ নয়, আর জি কর কাণ্ডের তদন্তে এবার সিবিআই। প্রথমেই কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা? কলকাতা পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ প্রধান বিচারপতি। (RG Kar Hospital Doctor Murder Case Live Updates)

২। পুলিশকে মুখ্যমন্ত্রীর সময়ের আগেই মামলা সিবিআইয়ের হাতে। হাইকোর্টের নির্দেশে প্রশাসনের ভূমিকায় প্রশ্ন। ৩ সপ্তাহ পরে মুখবন্ধ খামে প্রথম রিপোর্ট পেশ। (Calcutta High Court)

৩। দেহ কি রাস্তায় পড়ে ছিল? মৃতা তো হাসপাতালেরই অংশ! ঝুলি থেকে বেড়াল বেরিয়ে এসেছে। অবমানবিক বলে রাজ্যের ভূমিকায় বিস্মিত প্রধান বিচারপতি। (CBI on RG Kar Case)

৪। হাইকোর্টের নির্দেশের পরেই সক্রিয় সিবিআই। FIR দায়ের। দিল্লি থেকে শহরে আসছেন সিবিআইয়ের ৬ অফিসার।

৫। হাসপাতালেই ধর্ষণ-খুন। অধ্যক্ষ-সুপার মামলা দায়ের না করায় বিস্মিত প্রধান বিচারপতি। ইস্তফা দিয়েও সমান গুরুত্বপূর্ণ পদে সন্দীপ ঘোষের পুনর্বহালে প্রশ্ন।

৬। পরিবারের সঙ্গে হাসপাতালের আচরণে বিস্মিত হাইকোর্ট। ৩ ঘণ্টা বসিয়ে আত্মহত্যার কথা বলা হলে প্রশাসন পাশে নেই এটা বুঝতে হবে বলে মন্তব্য।

৭। যেখানে ধর্ষণ-খুন, তার উল্টো দিকের ঘর ভেঙে শুরু সংস্কারের কাজ! তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ পড়ুয়াদের। বিক্ষোভে এসএফআই। 

৮। চিকিৎসক ধর্ষণ-খুনে আর জি করের তৎকালীন অধ্যক্ষের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট। চাপের মুখে ছুটিতে গেলেও আপাতত যোগ দিতে পারবেন না ন্যাশনাল মেডিক্যালে।

৯। ইস্তফার ৪ ঘণ্টায় পুনর্বহাল। কীভাবে সম্ভব? এতই প্রভাবশালী সন্দীপ? কেন রেকর্ড হয়নি বয়ান? কেন প্রতিষ্ঠানের প্রধানকে রক্ষা করার চেষ্টা? প্রশ্ন হাইকোর্টের।

১০। সঞ্জয়ের সিভিক-পরিচয় নিয়ে সিপি-র মুখে কুলুপের পর, সন্দীপকে নিয়েও প্রশ্ন এড়ালেন স্বাস্থ্যসচিব।

১১। আর জি কর কাণ্ডের প্রতিবাদ। আজ রাজ্য জুড়ে আউটডোর বন্ধের ডাক চিকিৎসক সংগঠনের। সরকারি-বেসরকারি সব হাসপাতালেই পরিষেবা বন্ধের ডাক।

১২। আদালত থেকে সরকার, চিকিৎসকদের কাজে ফেরার আবেদন। এখনই মানতে নারাজ আন্দোলনকারীরা। জানালেন, সিবিআই হলেই সব হয়ে যায় না। আগে সমস্যার সমাধান করতে হবে।

১৩। সিবিআই নয়, বিচারবিভাগীয় তদন্তের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। পাল্টা চাপ বাড়িয়ে হাসপাতালের সামনে তৃণমূলের জমায়েত।

১৪। চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে পথে নাগরিক সমাজ। আর জি করে গিয়ে ক্ষোভ উগরে দিলেন অপর্ণা সেন।

১৫। আর জি কর কাণ্ডের প্রতিবাদ। স্বাধীনতার মধ্য়রাতে, নারী স্বাধীনতার ডাক! আজ রাজপথে রাত দখল। 

১৬। প্রতিবাদের ‘রাতের দখল’ নিয়ে তৃণমূলে ভিন্নসুর। কর্মসূচিকে কটাক্ষ করে পোস্ট উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর। মহিলাদের প্রতিবাদে সামিল হওয়ার ঘোষণা তৃণমূল সাংসদ সুখেন্দুশেখরের।

১৭। আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবার সোচ্চার প্রসেনজিৎ। চিকিৎসককে ধর্ষণ-খুনের বিচার চেয়ে ফেসবুকে পোস্ট। খাদানের টিজার রিলিজ পিছিয়ে দিলেন দেব। পাশে থাকার বার্তা তৃণমূল সাংসদের।



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *