# Tags
#Blog

প্রেসক্রিপশনে ‘Justice For RG Kar’ স্টিকার, অভিনব প্রতিবাদ রায়গঞ্জের চিকিৎসকের

প্রেসক্রিপশনে ‘Justice For RG Kar’  স্টিকার, অভিনব প্রতিবাদ রায়গঞ্জের চিকিৎসকের
Listen to this article



<p><strong>সুদীপ্ত আচার্য, সৌমিত্র রায় ও সুদীপ চক্রবর্তী</strong>, <strong>উত্তর দিনাজপুর:</strong> এবারে চেম্বারে বসেই প্রতিবাদ রায়গঞ্জের সিনিয়র চিকিৎসকের। আর জি কর কাণ্ডে রায়গঞ্জ শহরে অভিনব প্রতিবাদ। প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেওয়ার পাশাপাশি ব্যবহার করছেন ‘জাস্টিস ফর আরজি কর’ লেখা সিল বা স্টিকার।&nbsp;</p>
<p><strong>অভিনব প্রতিবাদ রায়গঞ্জের চিকিৎসকের</strong></p>
<p>আর জি কর-কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির পাশাপাশি অরাজনৈতিকভাবেও প্রতিবাদে সামিল হচ্ছেন বহু মানুষ। আজ সকালে একবালপুরে মিছিল করেন ছটি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের চিকিৎসকরা। সকালে মৌন মিছিল করে প্রতিবাদ করেন দক্ষিণ কলকাতার একাধিক স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। প্রেসক্রিপশনে ‘জাস্টিস ফর আর জি কর’ সিল দিয়ে অভিনব প্রতিবাদ দেখাচ্ছেন রায়গঞ্জের একাধিক চিকিৎসক।</p>
<p><strong>আর জি কর-কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে প্রতিবাদ&nbsp;</strong></p>
<p>আর জি কর-কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত। শাসক-বিরোধী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি প্রতিদিনই পথে নামছেন সমাজের সব স্তরের মানুষ। শুক্রবারও একবালপুর থেকে মিছিল করেন কলকাতার ছটি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। একবালপুর থেকে মিছিল শুরু হয়ে আলিপুর মোড়ে পৌঁছতে বৃষ্টি নামে। তবে তাতে মিছিল থামেনি। আলিপুর মোড়ে হয় মানববন্ধন।</p>
<p><strong> প্রতিবাদে বহু সাধারণ মানুষ</strong></p>
<p>আর জি কর-কাণ্ডের অন্তরালে রয়েছে কারা, প্রভাবশালী আবার কারা,প্ল্যাকার্ডে এমনই স্লোগান তুলে ধরে এদিন প্রতিবাদ দেখান দক্ষিণ কলকাতার একাধিক স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। গড়িয়াহাট ট্রাম ডিপো থেকে মৌন মিছিল শুরু হয়ে গোলপার্ক ঘুরে ফের গড়িয়াহাট ট্রাম ডিপোতেই শেষ হয় কর্মসূচি। কলকাতার পাশাপাশি জেলাতেও আর জি কর-কাণ্ডের প্রতিবাদে বহু সাধারণ মানুষ পথে নেমেছেন।</p>
<p>আরও পড়ুন, <a title="’এটা কুণাল ঘোষের ব্যক্তিগত ব্যাপার, আমি কী কাজ করি, দল জানে..’, কেন বললেন লাভলি ?" href="https://bengali.abplive.com/district/rg-kar-protest-the-diary-of-west-bengal-tmc-mp-lovely-maitras-reaction-after-kunal-ghosh-tweet-1092414" target="_self">’এটা কুণাল ঘোষের ব্যক্তিগত ব্যাপার, আমি কী কাজ করি, দল জানে..’, কেন বললেন লাভলি ?</a></p>
<p>তবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে অভিনব কায়দায় প্রতিবাদ জানাচ্ছেন দেবব্রত রায়-সহ বহু সিনিয়র চিকিৎসক। প্রেসক্রিপশনে দেওয়া হচ্ছে ‘জাস্টিস ফর আর জি কর’ লেখা সিল বা স্টিকার। কলকাতায় প্রতিবাদ মিছিল করতে চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিল কালচারাল অ্যান্ড লিটারেরি ফোরাম অফ বেঙ্গল নামে একটি সংগঠন। কিন্তু সেই অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সেই সংগঠন। এদিন তাদের তেসরা সেপ্টেম্বর রবীন্দ্রসদন থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলের অনুমতি দেন বিচারপতি অমৃতা সিন্হা।&nbsp;</p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1725101621542000&amp;usg=AOvVaw0o-QtpU6v6f3m_YmtPjXhW">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a>&nbsp;</em></strong></p>
<div class="adL">&nbsp;</div>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal