কলকাতা: আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। আগামীকাল থেকে টেলি-মেডিসিন পরিষেবার ঘোষণা পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের। আগামীকাল থেকে প্রতিদিন সকাল ১০ থেকে দুপুর ২ পর্যন্ত টেলি-মেডিসিন পরিষেবার ঘোষণা। রবিবার রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় স্বাস্থ্য শিবিরের আয়োজন। ২ সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের। টেলি-মেডিসিন পরিষেবা পেতে হোয়াটসঅ্যাপ নম্বর: 8777565251, 8777569399, 8777579517, 6290326079
আরও পড়ুন, প্রেসক্রিপশনে ‘Justice For RG Kar’ স্টিকার, অভিনব প্রতিবাদ রায়গঞ্জের চিকিৎসকের
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
বিস্তারিত আসছে…
আরও দেখুন