<p>ABP Ananda LIVE: ‘এই আইন উচ্ছৃঙ্খলায় পরিণত হয়েছে। এবং পুলিশ রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে দেখে ভয় পেয়েছেন, তাঁর ভাইপো ভয় পেয়েছেন। তাই মেঘনাদের মতে মেঘের আড়ালে লুকিয়ে দুজনেই একের পর এক তীর চালাচ্ছে । নিজেদের সামনে এসে মোকাবিলা করার সাহস নেই। তাই পুলিশকে সামনে করছে’, মন্তব্য সুকান্তর।</p>
<p>’পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনও সংগঠনের কথা আগে শুনিনি’। ‘শুরু থেকে বলা হচ্ছে এই সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক’। ‘বলা হচ্ছে এটা ছাত্র আন্দোলন, অথচ পরীক্ষার দিন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে’। ‘সংগঠকদের একজন গতকাল শহরের পাঁচতারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছেন’। ‘মহিলা ও পড়ুয়াদের সামনে রেখে পিছন থেকে অশান্তি-হিংসার চক্রান্ত করা হচ্ছে’। ‘নেপথ্যে যাঁরা আছেন, তাঁরা হয়ত ঘটনাস্থলে থাকবেন না, কিন্তু উস্কানি দেবেন’। ‘তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ করবে পুলিশ’। ‘কাল NTA-এর পরীক্ষা রয়েছে’। ‘পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, পুলিশ সেই চেষ্টা করবে’। ‘কালকের নবান্ন অভিযানের নেপথ্যে রয়েছে দুষ্কৃতীরা, তথ্য আছে পুলিশের কাছে’। ‘অশান্তির ছক কষছে দুষ্কৃতীরা’। ‘নবান্ন চত্বরে কর্মসূচি করতে গেলে পুলিশের অনুমতি প্রয়োজন’।</p>



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *