# Tags
#Blog

Ranveer Alhabadia: একের পর এক FIR, বাঁচতে ‘সুপ্রিম’ শরণে ‘অভিশপ্ত’ রণবীর…

Ranveer Alhabadia: একের পর এক FIR, বাঁচতে ‘সুপ্রিম’ শরণে ‘অভিশপ্ত’ রণবীর…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইন্ডিয়াস গট ল্যাটেন্ট শোয়ে ইউটিউবার  রণবীর আল্লাহবাদিয়ার (Ranveer Alhabadia) অশ্লীল মন্তব্য ঘিরে চর্চা তুঙ্গে। দেশজুড়ে চলছে বির্তক-সমালোচনা। একাধিক এফআইআর দায়ের হয় রণবীর বিরুদ্ধে। মামলা থেকে বাঁচতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইউটিউবার।

রণবীরের বিরুদ্ধে বিভিন্ন রাজ্য থেকে অভিযোগ দায়ের হয়।  অপ্রীতিকর এবং অবমাননাকর মন্তব্য করার অভিযোগে তাঁর অনুরাগীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। দেশজুড়ে রণবীরের বিরুদ্ধে একাধিক এফআইআর জমা হওয়ায় রণবীর সুপ্রিম কোর্টে গিয়ে বাঁচানোর আর্তি জানান। জানা গিয়েছে, ১৪ ফেব্রুয়ারি আইনজীবী অভিনব চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের সামনে বিষয়টি উল্লেখ করে বলেন যে রণবীরের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। অসম পুলিস তাঁকে আজ তলব করেছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে মামলায় ইতিমধ্যেই তারিখ দেওয়া হয়েছে।

ঘটনাটির সূত্রপাত ঘটে ইন্ডিয়াস গট ল্যাটেন্ট শোয়ে। সেখানে এক প্রতিযোগীকে তিনি উত্তেজনার মাথায় বলে বসলেন, ‘তুমি কি তোমার বাবা মায়ের যৌন মিলন চোখের সামনে দেখতে চাও সারাজীবন, নাকি প্রথম দিনই সেই মিলনে অংশ নিয়ে বাকি সবটা শেষ করে দিতে চাও একদিনেই?’

আরও পড়ুন:Canning: বাড়িতে রাখা কার্বোলিক অ্যাসিড! সাপের পরিবর্তে মারা গেল বাড়ির ছেলে…

মা বাবা ব্যক্তিগত জীবন নিয়ে এহেন মশকরা মেনে নিতে পারেনি কেউই। ডার্ক জোকসের নামে অশ্লীলতাকে প্রচার করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, যা সমাজের পক্ষে ক্ষতিকারক। সমর রায়নার শোয়ে রণবীরের এই কমেন্ট নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। গত মঙ্গলবার রণবীরের মুম্বইয়ের বাড়িতে হাজির হয় পুলিস। দীর্ঘক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এমনকী সমর রায়নার শো ব্যান করার দাবি জানান অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার অ্যাসোসিয়েশন। 

ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ক্ষমাও চান ইউটিউবার। একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘কমেডি আমার ধাতের বিষয় নয়। যা বলেছি তা অত্যন্ত ভুল।’ 

প্রসঙ্গত, ৩১ বছর বয়সী রণবীরের জন্ম ব্যবসায়ী পরিবারে। পেশায় ইউটিউবার রণবীর। তাঁর চ্যানেলের নাম বিয়ার বাইসেপস। ইউটিউব ছাড়াও আরও ছয় ধরনের ব্যবসা রয়েছে রণবীরের। জানা যাচ্ছে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬০ কোটি। ইউটিউব থেকে তাঁর মাসে আয় ৩৫ লক্ষ। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal