জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বঙ্গ বিজেপিতে কি এবার গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া! দলের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। প্রশ্ন তুলে দিলেন দলের নেতাদের একাংশের গ্রহণযোগ্যতা নিয়েও। কেন্দ্রীয় নেতাদের বাংলার সমস্যার কথা বোঝাতে সমস্যা হচ্ছে। কিছু ভিতু মানুষ দলের হয়ে লড়াই করতে ভয় পান। সেখান থেকে সাহসী মানুষদের হাতে দায়িত্ব দিতে হবে বলে মন্তব্য করেন রুদ্রনীল।
আরও পড়ুন-সীমান্ত বন্ধ হয়ে যেতে পারে যে কোনও সময়! পেট্রাপোলে লম্বা লাইন বাংলাদেশিদের
দলের একাংশের নেতাদের বিরুদ্ধে প্রশ্ন তুলে দিচ্ছেন রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, রাজ্য ভোট লুট হচ্ছে রাজ্য বিজেপি বলছে। কিন্তু তা কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝানো যাচ্ছে না। সেখানে খামতি রয়েছে। জেলা নেতৃত্ব গড়ার পথেও একই জিনিস হচ্ছে।
রুদ্রনীল বলেন, বিজেপিতে কথা বলার অধিকার সবার রয়েছে। সবার একটা সীমারেখা রয়েছে। তার জন্য অন্যদিকে কম নজর দেব তা হতে পারে না। বাংলাদেশ ইস্যু, রাজ্যের আর্থিক দুর্নীতি থেকে অন্যান্য ইস্যুতে মাঠে নামব না এটা হতে পারে না। ভোটলুট রুখতে কেন্দ্রীয় নেতৃত্বকে কীভাবে অবহিত করাতে হবে এই দায়িত্ব আমাদের নিতে হবে। গোটা পদ্ধতিটা দিল্লির কাছে জানাতে হবে।
দিল্লির অবজার্ভারদের সম্পর্কে রুদ্রনীল বলেন, দিল্লি থেকে বাংলায় বহু অবজার্ভার পাঠানো হয়। তারা কিন্তু ততটা অবজার্ভ করতে পারেন না। যে এখানকার ডালভাত খেয়ে বড় হয়েছে সেই পারে এখানকার সমস্যা দিল্লির কাছে তুলে ধরতে।
দলে মেধার তারতম্য নিয়ে রুদ্রনীল বলেন, মেধার তারতম্য রয়েছে। দলে বেনোজল রয়েছে কিনা নেই তা বোঝার কোনও মিটার বের হয়নি। কিছু ভীতু মানুষ লড়াই করতে ভয় পান। কথা বলতে ভয় পান। সেইখান থেকেই তাদের হাতে দায়িত্ব দেওয়া যারা মুখ খুলতে ভয় পান না, পশ্চিমবঙ্গকে বাঁচাতে যারা বলিদান দিতেও পিছপা হবেন না। তাদের সামনে এনে দিল্লির কাছে তুলে ধরতে হবে আমাদের রাজ্যের নেতাদের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)