জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) কাছে শেষ ম্যাচেও হেরেছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)! যার ফলে চলতি আইপিএলের (IPL 2025) প্লে-অফে খেলার স্বপ্নে বিরাট ধাক্কা পেয়েছেন রাহুল দ্রাবিড়রা (Rahul Dravid)।
টানা তৃতীয় ম্যাচে রাজস্থান জেতার জায়গায় থেকেও প্রতিপক্ষের হাতে ম্যাচ তুলে দিল। চলতি মরসুমে টানা পাঁচটি ম্যাচ হারল রাজস্থান। ন’টি ম্যাচের ভিতর মোট সাত ম্যাচ হারল! যা তাদের প্রায় আইপিএল থেকে ছিটকেই দিয়েছে। ২০০৯-১০ মরসুমের পর পাঁচ ম্যাচের এই পরপর পরাজয় রয়্যালসের জন্য দীর্ঘতম।
আরও পড়ুন: জঙ্গিরা স্বাধীনতা সংগ্রামী: পাক উপপ্রধানমন্ত্রী! এবার সেদেশের হিন্দু স্পিনারের…
আরসিবি-আরআর ম্যাচের পর এমন এক ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে অনেকেই চমকে গিয়েছেন। রয়্যালস CEO জ্যাক লাশ-ম্যাকক্রামকে দেখা গিয়েছে বেঙ্গালুরুর বিখ্যাত মদের দোকান ‘টনিক’-এ যেতে। এক অনুরাগীই সেই ভিডিয়ো পোস্ট করেছেন। যদিও এই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা ডিজিটাল।
এবার একটু ম্যাচের কথায় আসা যাক। রাজস্থান প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল টস জিতে। বেঙ্গালুরু ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছিল। বিরাট কোহলি (৪২ বলে ৭০) ও দেবদত্ত পাড়িক্কল (২৭ বলে ৫০) ব্যাট হাতে অবদান রেখেছিলেন। জবাবে রাজস্থান ১৯৪/৯ শেষ হয়ে যায়। ১১ রানে জেতে আরসিবি। ম্যাচের সেরা হয়েছেন জশ হ্যাজেলউড। ৩৩ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন ৪ উইকেট!
রাজস্থানের সময়টা দেখতে গেলে খারাপই যাচ্ছে! কিছুদিন আগেই, রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন (আরসিএ) অ্যাডহক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানি অভিযোগ করেছেন যে রাজস্থান কিছু ‘ফাউল প্লে’ করেছে। যা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। কার্যত গড়াপেটার অভিযোগই এনেছিলেন তিনি।
সালটা ছিল ২০১৩। ঠিক ১২ বছর আগে স্পট ফিক্সিং কাণ্ডের জেরে কলঙ্কিত হয়েছিল আইপিএল তথা ভারতীয় ক্রিকেট। তিন ক্রিকেটার মুখ পুড়িয়ে ছিলেন। এস শ্রীসন্থ, অঙ্কিত চহ্বানের সঙ্গেই জড়িয়ে ছিল অজিত চাণ্ডিলার নাম। আজও কেউ ভোলেননি ২০১৩-র আইপিএলের কথা।
২০১৫ সালের জুলাইয়ে সুপ্রিম কোর্ট নিযুক্ত লোধা কমিটি চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসকে দুই বছরের জন্য আইপিএলে নির্বাসিত করেছিল। চলতি বছর আইপিএলের ১৮ তম সংস্করণ চলছে! ফের একবার আইপিএলে ফিক্সিংয়ের অভিযোগ।
আরও পড়ুন: ‘আটকে রাখো ঘরে’! ১৪ কোটির ২৪ বছরের ভারতীয়র গভীর রাতে পার্টি থেকে নারীসঙ্গ…ফাঁস
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)