# Tags
#Blog

Sandip Ghosh | R G Kar Incident: পদ গিয়েছিল আগেই, এবার ডাক্তারিও উঠল লাটে! বাতিল রেজিস্ট্রেশন…

Sandip Ghosh | R G Kar Incident: পদ গিয়েছিল আগেই, এবার ডাক্তারিও উঠল লাটে! বাতিল রেজিস্ট্রেশন…
Listen to this article


শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: ন্যাশানাল মেডিক্যাল কমিশন স্টেট মেডিক্যাল কাউন্সিলকে চিঠি দেওয়ার পর অবেশেষে বাতিল হতে চলেছে সন্দীপ ঘোষের রেজিট্রেশন। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। সূত্রের খবর, বৃহস্পতিবারই এই মর্মে জারি হতে চলেছে নির্দেশিকা। দুর্নীতির অভিযোগের পর খুন ও ধর্ষণের মামলাতেও গ্রেফতার করা হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। তারপর থেকেই রেজিস্ট্রেশন বাতিলের প্রশ্ন ওঠে। 

আরও পড়ুন, R G Kar Case | Abhijit Mandal: নিচু মহলে ক্ষোভ, তবুও ‘সাসপেন্ড’ আরজি কর খুন-ধর্ষণে ধৃত ওসি! কারণ…

আরজি কর-কাণ্ডে ইতিমধ্যে সন্দীপকে শোকজ় করা হয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে। তখনও সিবিআইয়ের হাতে গ্রেফতার হননি। সন্দীপকে সাসপেন্ড করে IMA। বাতিল করে দেওয়া হয় সদস্যপদও। আইএমএর কলকাতা শাখায় বেশ উল্লেখযোগ্য পদে ছিলেন এই সন্দীপ। দাপটও কিছু কম ছিল না। তবে রেজিট্রেশন বাতিল প্রসঙ্গে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বক্তব্য ছিল, কাউন্সিলের নিয়ম অনুযায়ী যতক্ষণ পর্যন্ত না কেউ দোষী সাব্যস্ত হচ্ছে ততক্ষণ তাঁর রেজিস্ট্রেশন বাতিল করা যায় না। কিন্তু কেউ যদি অবাঞ্ছনীয় কোনও কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েন, তাহলে সে ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার জন্য কাউন্সিলের পরিচালন সমিতির বৈঠক ডাকতে হয়। আর সেই বৈঠক ডাকার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত সভাপতি নেবেন।

তবে ইন্ডিয়ান মেডিক্য়াল অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে দাবি করে, ৭ সেপ্টেম্বর সন্দীপ ঘোষকে শোকজ করেছিল পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল। জানতে চাওয়া হয়েছিল, কেন রেজিস্ট্রশন বাতিল করা হবে না? ৩ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। এখনও পর্যন্ত তিনি শোকজের জবাব দেননি। আমরা জানতে চাই, তারপরেও কেন সংবিধান মেনে রেজিস্ট্রেশন বাতিল করলেন না’?  তারপরই নিজেদের পক্ষ রেখেছিল কাউন্সিল। 

যদিও এরপরই রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে এই খবর সামনে এসেছে। প্রসঙ্গত, আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পাশাপাশি আর্থিক দুর্নীতির তদন্তও করছে সিবিআই। সেই মামলায় এখনও পর্যন্ত সন্দীপকে গ্রেফতার করা হয়েছে। পরে তাঁকে ধর্ষণ-খুন মামলাতেও গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন, DYFI: ‘অপরিচিত নম্বর থেকে ফোন এলে কি তবে ধরব না!’ কলতানের গ্রেফতারি-কাণ্ডে হাইকোর্টে রাজ্যের অস্বস্তি…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

R G Kar Case | Abhijit Mandal: নিচু মহলে ক্ষোভ, তবুও ‘সাসপেন্ড’ আরজি কর খুন-ধর্ষণে ধৃত ওসি! কারণ…

R G Kar Case | Abhijit Mandal:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal