বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: তমলুকের (Tamluk) নিমতৌড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে বড় জয় তৃণমূলের (TMC win)। পঞ্চায়েত থেকে লোকসভা নির্বাচন। বারবার ভোটে বিজেপি জয়ী হলেও সমবায় নির্বাচনে হারের মুখ দেখতে হল গেরুয়া শিবিরকে।
নিমতৌড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতির ৮টি আসন। সবকটি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। লোকসভায় তমলুক জিতলেও নিমতৌড়ি সমবায় ভোটে একটিও আসন পেল না বিজেপি, খালি হাতে ফিরতে হল তাদের।
লোকসভা নির্বাচনের কয়েক মাসের মধ্যে ধাক্কা বিজেপির। পঞ্চায়েত ও লোকসভা ভোটে এগিয়ে থাকলেও তমলুকের নিমতৌড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতির দখল নিল রাজ্যের শাসক দল তৃণমূল। ৮টি আসনের মধ্য়ে সবগুলোতেই জয়ী ঘাসফুল শিবির।
এ বারের লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি (BJP Loss)। বিপুল ভোটে সেখান থেকে জিতেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত বছর পঞ্চায়েত নির্বাচনে তমলুকের নিমতৌড়ি এলাকায় উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েত গেছে বিজেপির দখলে। অথচ সেই গ্রাম পঞ্চায়েতেই এবার হারের মুখ দেখল বিজেপি। নিমতৌড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে জয়ী হলো তৃণমূল।
সকাল থেকে নিমতৌড়ি দেশবন্ধু প্রাইমারি স্কুলে হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। মোট আসন ৮টি। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ৮টি আসনেই প্রার্থী দিয়েছে। অন্যদিকে ৪টি আসনে প্রার্থী দিয়েছিল সিপিআইএম। নিমতৌড়ি, উত্তর সাওতানচক, উত্তর নারিকেলদা, কুলবেড়্যা এবং উত্তর সোনামুই মৌজার মোট ৩৬৭ জন এই সমবায় সমিতির ভোটার।
২০২৩-এর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে যায়। ২০২৪ এর লোকসভা ভোটেও এই এলাকায় কয়েকহাজার ভোট লিড পায় বিজেপি। সেখানেই এবার সমবায় নির্বাচনে হারের মুখ দেখতে হয় তাঁদের।
তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সোমনাথ বেরা বলেন, ‘লোকসভা নির্বাচনে সামান্য ক্ষতি হয়েছে। আমরা প্রথম থেকে ঐক্যবদ্ধ ছিলাম। মানুষের কাছে গিলে আমাদের পাশে সবাই থাকবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়।’
তমলুকের বিজেপি মণ্ডল সভাপতি স্বপন মান্না বলেন, ‘এখানে যে সদস্য করানো হয়। তৃণমূল দেখে দেখে সদস্য করানো হয়। এটা আমাদের হার নয়। এখানে আগে কখনও বিজেপি লড়াই করেনি। এখানে ভোটও হয় না। আটটা আসনেই প্রার্থী দিয়েছি সেটা প্রাথমিক জয়। ‘তারপরে মানুষ ভোটও দিয়েছে। এটা আমাদের নৈতিক জয়।’
এই তমলুক শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) খাসতালুক। এখান থেকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিজেপির হেভিওয়েট প্রার্থী জিতে সাংসদ হয়েছেন কয়েকদিন আগেই। সেখানেই এমন হারে রাজনৈতিক মহলে প্রশ্ন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ব্যাঙ্ক-তথ্য হাতিয়ে সাফ ১ কোটি টাকা! পুলিশের জালে MBA পাশ যুবক
আরও দেখুন