কলকাতা: কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে বিনীত গোয়েলের অপসারণ চেয়ে জনস্বার্থ মামলা। বিনীত গোয়েলের হয়ে মামলার নোটিস গ্রহণের নির্দেশ সরকারি আইনজীবীকে। নির্দেশ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষর হয়ে তিনদিন সওয়াল করেছিলেন সরকারি আইনজীবী। পরে আইনজীবী বদল হয়েছিল, ফলে বিনীত গোয়েলের হয়ে মামলার নোটিস সরকারি আইনজীবীকেই নিতে হবে, নির্দেশ প্রধান বিচারপতির। ১৮ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। (Vineet Goyal Resignation Demand)

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় চারিদিক। সেই আবহে বার বার কলকাতা পুলিশ, বিশেষ করে কমিশনার বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্যাতিতার পরিবার তাঁর দিকে আঙুল তুলেছেন, তাঁর পদত্যাগ চেয়ে সরব হয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরাও। বিনীত গোয়েলের পুলিশ মেডেল কেড়ে নিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। (Calcutta High Court)

সেই আবহেই বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে বৃহস্পতিবার জনস্বার্থ মামলা দায়ের হল আদালতে। এর আগে, আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের হয়ে আদালতে সওয়াল করেন সরকারি আইনজীবী। তাই বিনীত গোয়েলের পদত্যাগের দাবি করে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, তার নোটিসও তাঁকে গ্রহণ করতে হবে বলে নির্দেশ দেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। 

ঘটনাচক্রে এদিনই রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেন শুভেন্দু। তিনি লেখেন, “কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছ থেকে ফিরিয়ে নেওয়া হোক পুলিশ মেডেল আর জি কর কাণ্ডের তদন্তে সিপি বিনীত গোয়েলের ভূমিকা নিন্দনীয় এবং লজ্জাজনক। তথ্যপ্রমাণ লোপাট এবং হাসপাতালে হামলার ঘটনায় সিপি-র ভূমিকায় প্রশ্ন রয়েছে।  তাঁর রাজনৈতিক প্রভুর স্বার্থে তদন্তে অন্তর্ঘাতের চেষ্টা করেছেন সিপি। এই সম্মানের যোগ্য নন তিনি।”

বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে এর আগে রাস্তায় নামেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসরা। লালবাজারে গিয়ে বিনীত গোয়েলের হাতেই তাঁর পদত্যাগের দাবিপত্র জমা দিয়ে আসেন। আন্দোলনকারীরা জুনিয়র চিকিৎসকরা জানান, ব্যক্তিগত ভাবে ঘটনার নৈতিক দায়ভার নিতে বলা হয় সিপি-কে। জবাবে তিনি জানান, নিজের কাজে তিনি সন্তুষ্ট। তার পরও যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনে হয়, তিনি ব্যর্থ হয়েছেন, তাঁকে যদি পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে সেই সিদ্ধান্ত হাসিমুখে মেনে নেবেন তিনি।

 

সবিস্তার আসছে

আরও দেখুন



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *