Pig Kidney Transplants in Humans: ডায়ালিসিস নিতে নিতেই মরতে হবে না আর! এবার মানুষের শরীরে কাজ করবে শুয়োরের কিডনি…
![Pig Kidney Transplants in Humans: ডায়ালিসিস নিতে নিতেই মরতে হবে না আর! এবার মানুষের শরীরে কাজ করবে শুয়োরের কিডনি… Pig Kidney Transplants in Humans: ডায়ালিসিস নিতে নিতেই মরতে হবে না আর! এবার মানুষের শরীরে কাজ করবে শুয়োরের কিডনি…](https://i1.wp.com/bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/06/519677-suar.jpg?w=991&resize=991,564&ssl=1)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন নজরদারিতে এবার চিকিত্সা বিজ্ঞানে নজিরবিহীন কাজ করতে চলেছেন চিকিত্সকেরা। কিডনি প্রতিস্থাপনের চিকিৎসাপদ্ধতি মাইলফলক ছুঁতে চলেছে। অন্য প্রাণীর কিডনি মানুষের দেহে প্রতিস্থাপন সম্ভব কিনা তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা অনেকদিনের। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রেরই মেরিল্যান্ডের ৫৭ বছর বয়সি এক ব্যক্তির দেহে শুয়োরের হৃৎপিণ্ড প্রতিস্থাপিত হয়েছিল। যদিও মাস দু’য়েক পরই সংক্রমণে মারা যান তিনি।
আরও পড়ুন, Pancreatic Cancer: প্রায়শই ভোগেন পেটব্যথায়? গ্যাস্ট্রিক ভেবে গাছাড়া ভাব দেখাবেন না, ক্যানসার কড়া নাড়ছে…
তবে এবার ক্রস-প্রজাতির প্রতিস্থাপনের দিকে একটি বড় পদক্ষেপআমেরিকার। ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ (এফডিএ) শুয়োরের কিডনি প্রতিস্থাপনের পরীক্ষার জন্য প্রথমবারের ক্লিনিকাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে। দুটি বায়োটেকনোলজি সংস্থা- ইউনাইটেড থেরাপুটিকস কর্পোরেশন এবং ইজেনেসিস এর ছাড়পত্র পেয়েছে।
আরও পড়ুন, Nagging cough-and-cold infection: গলার স্বর কাড়ছে এই কাশি! অজানা ‘সর্দিতে’ ভুগছে কলকাতাবাসী, কী কী লক্ষণ…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)