<p><strong>সমীরণ পাল, বারাসত:</strong> নাম ও পরিচয় বিকৃত করে পুলিশ এবং সাংসাদের আত্ম সহায়কের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার হল এক প্রতারক। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শেখ মমতাজ আলি। </p>
<p>পুলিশ ও অভিযোগকারীর দাবি, বারাসতের টালিখোলার বাসিন্দা তপন মজুমদার ও তাঁর ভাই পাসপোর্ট সংক্রান্ত নথি যোগাড়ের খোঁজ করতে গিয়ে শেখ মমতাজ আলির খপ্পরে পড়েন। মমতাজ নিজের নাম বলেন, অনুপম চক্রবর্তী। জানান, তার স্ত্রী জয়শ্রী চক্রবর্তী বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নিরাপত্তার দ্বায়িত্বে আছেন। পুলিশের বড় বড় কর্তার সঙ্গে সখ্যতা আছে শুনে বিশ্বাস করেন মজুমদার পরিবারের দুই ভাই। </p>
<p><a title="আরও পড়ুন: Bangaon News: জলাশয়ের উপরে বানিয়েছিলেন ঘর ! নেননি অনুমতি, বনগাঁর বাসিন্দার কাণ্ডে কী করলেন চেয়ারম্যান ?" href="https://bengali.abplive.com/district/north-24-paraganas/north-24-parganas-illegal-building-break-by-bangaon-municipality-today-1086138" target="_blank" rel="noopener">আরও পড়ুন: Bangaon News: জলাশয়ের উপরে বানিয়েছিলেন ঘর ! নেননি অনুমতি, বনগাঁর বাসিন্দার কাণ্ডে কী করলেন চেয়ারম্যান ?</a></p>
<p>মমতাজ তাদের বলে, পাসপোর্ট এবং জমি সংক্রান্ত সমস্যার সমাধান করে দেবেন। এর জন্য টাকা দিতে হবে। এরপর তপন মজুমদার ও তাঁর ভাইয়ের থেকে নানা ভাবে কয়েক দফায় একাধিক ফিরিস্তিতে ৭৯ হাজার টাকা নেয়। পরে প্রতারণার শিকার হয়েছে বুঝে তাঁরা বারাসত থানায় অভিযোগ করেন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, ধৃত যুবক মধ্যমগ্রামের বাসিন্দা এবং তিনি যে নাম ব্যবহার করেছেন তা সঠিক নয় এবং তার পরিচয় এবং তার যে স্ত্রীর পরিচয় তাও পুরোপুরি ভুয়ো। </p>
<p><a title="আরও পড়ুন: Weather Update: রাজ্যের ২২ জেলায় দুর্যোগের আশঙ্কা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের সতর্কতা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?" href="https://bengali.abplive.com/district/west-bengal-weather-update-on-1-august-deep-depression-may-form-on-bay-of-bengal-orange-and-yellow-alert-in-15-district-thunder-storm-heavy-rain-fore-cast-south-bengal-1086098" target="_blank" rel="noopener">আরও পড়ুন: Weather Update: রাজ্যের ২২ জেলায় দুর্যোগের আশঙ্কা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের সতর্কতা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?</a></p>
<p>তদন্তে নেমে মধ্যমগ্রামের বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয় এবং তল্লাশির পর তার থেকে পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করেন বারাসাত থানার পুলিশ। পুলিশি তদন্তে আরও জানা যায় তার স্ত্রী বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসাদের আত্ম সহায়ক নয়, বরং তিনি একজন পুলিশ কর্মী। স্ত্রীর সঙ্গে সম্পর্ক তেমন ভালো নেই মমতাজের। ধৃতকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা চলছে।</p>
<p>বুধবার কোর্টের অর্ডার নিয়ে ৫০০০০ টাকা বারাসাত থানার পুলিশ আধিকারিক অভিযোগকারীদের হাতে তুলে দেন। পাশাপাশি তাঁদের আশ্বস্ত করেন বাকি টাকা উদ্ধার করা হলে পুনরায় তাঁদের হাতে তুলে দেবে।</p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1722521197130000&usg=AOvVaw3jglfFZ4a9O3CSLZMWegYX">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></strong></p>
<p><a title="আরও পড়ুন: Birbhum Accident: তারাপীঠে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে, মৃত্যু দুজনের" href="https://bengali.abplive.com/district/birbhum-news-tarapith-2-death-due-to-road-accident-1086115" target="_blank" rel="noopener">আরও পড়ুন: Birbhum Accident: তারাপীঠে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে, মৃত্যু দুজনের</a></p>
<p> </p>
Source link
পুলিশ ও সাংসদের আপ্ত সহায়ক হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা ধৃত ব্যক্তি
Read Time:5 Minute, 46 Second