চলন্ত সরকারি বাসের চাকা খুলে পুকুরে, চালকের বুদ্ধিতে প্রাণরক্ষা যাত্রীদের

0 0
Listen to this article
Read Time:3 Minute, 47 Second


সোমনাথ মিত্র, চণ্ডীতলা: রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকা চলন্ত একটি সরকারি বাসের চাকা খুলে গিয়ে পড়ল পুকুরে (Bus Accident)। বাসের চালকের বুদ্ধির জোরে বড় কোনও ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি প্রাণে বাঁচলেন যাত্রীরা। দুর্ঘটনাটি ঘটেছে হুগলি (Hooghly) জেলার চণ্ডীতলার (Chanditala) কলাছড়া এলাকার অহল্যা বাই রোডে।

আরও পড়ুন: Nishikant Dubey: ‘হিন্দুদের অস্তিত্ব সঙ্কটে’, বাংলা-বিহারের ৫ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুললেন BJP সাংসদ

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের একটি বাস যাত্রীবোঝাই অবস্থায় হুগলি জেলার আরামবাগ ডিপো থেকে কলকাতার ধর্মতলায় যাচ্ছিল। চণ্ডীতলার কলাছড়া এলাকায় অহল্যা বাই রোড দিয়ে যাওয়ার সময় আচমকা বাসের সামনের ডানদিকের চাকা খুলে বেরিয়ে যায়। তারপর গিয়ে পড়ে রাস্তার পাশের একটি পুকুরে। আচমকা চলন্ত অবস্থায় এভাবে চাকা খুলে যাওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ওই অবস্থাতেই কিছুটা দূর নিয়ে গিয়ে চালক বাসটি দাঁড় করিয়ে দেন। ফলে কারও কোনও চোট লাগেনি।

আরও পড়ুন: Sevoke-Rangpo Railway Project Death: সেবক-রংপো রেল প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে মেশিন চাপা পড়ে মৃত শ্রমিক

এপ্রসঙ্গে ওই বাসের চালক শেখ শাহাবুদ্দিন বলেন, আরামবাগ থেকে বাসটি ছাড়ার পরে সোদপুরের কাছে আসতেই চাকা থেকে আওয়াজ হচ্ছিল। শিয়াখালাতেও একই আওয়াজ হয়। ফলে বাস থামিয়ে একবার দেখাও হয়। তারপর আবার বাসটি চলতে থাকে। গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার। কিছু যাওয়ার পরেই আচমকা সামনের চাকা খুলে বেরিয়ে যায়। আস্তে আস্তে বাসটি ডানদিকে হেলে পড়ে। ওই অবস্থায় ব্রেক কষলে বাসটি উল্টে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই যাত্রীদের সুরক্ষার কথা ভেবে একটা চাকা ছাড়াই ওই অবস্থাতে বাসটি কিছুদূর নিয়ে যাই। তারপর গতি কমিয়ে বাসটি দাঁড় করিয়ে দিই। রক্ষণাবেক্ষণের অভাবেই এই ধরনের দুর্ঘটনা বলে মনে হয়।

Bus Accident News: চলন্ত সরকারি বাসের চাকা খুলে পুকুরে, চালকের বুদ্ধিতে প্রাণরক্ষা যাত্রীদের

ওই সরকারি বাসের যাত্রী উৎপল দত্ত ও কৃষ্ণেন্দু চক্রবর্তীরা বলেন, চালকের উপস্থিত বুদ্ধিতে মৃত্যুর হাত থেকে বেঁচে গেছি। এই ঘটনা থেকে সরকারি বাসে রক্ষণাবেক্ষণের যে অভাব রয়েছে তা স্পষ্ট।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Bankura Anganwadi Agitation: খাবারের বরাদ্দ বাড়ানোর দাবিতে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের, উত্তেজনা বাঁকুড়ায়

আরও দেখুন



Source link

About Post Author

JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *